ফুল চার্জে 579 কিমি নিশ্চিন্তে, বাজার তুলকালাম করছে Ola Electric বাইক

বৈদ্যুতিক স্কুটার মার্কেটে ঝড় তোলার পর এবার ইলেকট্রিক মোটরসাইকেলের জগত তোলপাড় করতে প্রস্তুত Ola Electric। স্বাধীনতা দিবসে দেশের বৃহত্তম ইভি টু-হুইলার ব্র্যান্ডটি তাদের প্রথম ই-বাইক…

Ola Roadster Pro Launched Specs Price Speed Range Features

বৈদ্যুতিক স্কুটার মার্কেটে ঝড় তোলার পর এবার ইলেকট্রিক মোটরসাইকেলের জগত তোলপাড় করতে প্রস্তুত Ola Electric। স্বাধীনতা দিবসে দেশের বৃহত্তম ইভি টু-হুইলার ব্র্যান্ডটি তাদের প্রথম ই-বাইক লঞ্চ করেছে, যার নাম Roadster। এটি তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। যার মধ্যে Ola Radster Pro সবচেয়ে অত্যাধুনিক ও দামি। এই ব্যাটারি চালিত বাইকটি ফুল চার্জে 579 কিমি ছুটবে বলে দাবি করা হয়েছে। চলুন দেখে নিই, এতে আর কী কী বিশেষত্ব রয়েছে।

Ola Roadster Pro সংস্থার ফ্ল্যাগশিপ মডেল ও ভারতের সবচেয়ে লং রেঞ্জ ইলেকট্রিক টু-হুইলার। এটি 8kWh ও 16kWh ব্যাটারি অপশনে উপলব্ধ। টপ ভ্যারিয়েন্টটির রেঞ্জ 579 কিমি। অর্থাৎ মাইলেজের নিরিখে এটি চারচাকার বৈদ্যুতিক গাড়িকে পিছনে ফেলেছে। 52kWh ইলেকট্রিক মোটর 1.9 সেকেন্ডে 0-60 কিলোমিটার স্পিড তুলতে পারবে। পিক পাওয়ার 52kW ও টর্ক 105Nm।

ওলা রোডস্টার প্রো’র সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 194 কিমি। ফলে Ultraviolette Mach 2-কে হারিয়ে এটি বর্তমানে দেশের দ্রুততম ই-বাইক। তবে এই দাবি সঠিক কিনা তা জানতে রিভিউ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাইকটিতে এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, চারটি রাইড মোড, ১০ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, আপসাইড ডাউন ফর্ক সহ নানা অত্যাধুনিক ফিচার্স বর্তমান।

Ola Roadster Pro ভারতের প্রথম ইলেকট্রিক বাইক, যা অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা ADAS অফার করে। এটি টিউবলেস টায়ারে মোড়ানো 17 ইঞ্চি অ্যালয় হুইলে দৌড়বে। বাইকটির 8kWh ও 16kWh ব্যাটারি ভার্সনের দাম যথাক্রমে 2 লক্ষ টাকা 2.50 লক্ষ টাকা (এক্স-শোরুম)।