আজ রিচার্জ করলে ২০২৬-এর মে অবধি ফ্রি! গ্রাহকদের চিন্তা দূর করল Jio, Vi, Airtel ও BSNL

আমরা অনেকেই সস্তা রিচার্জ প্ল্যান খোঁজ করে থাকি। কিন্তু এমনও অনেক গ্রাহক আছে যারা বারবার রিচার্জ করতে পছন্দ করে না। এই কারণে তারা বার্ষিক প্ল্যান বেছে নেয়। এইসব গ্রাহকদের জন্য Jio, Airtel, Vi, BSNL এর মতো টেলিকম সংস্থা 365 দিনের রিচার্জ প্ল্যান (Annual Recharge Plan) বাজারে এনেছে। এই প্রতিবেদনে আমরা সংস্থাগুলির সবচেয়ে ব্যয়বহুল বার্ষিক প্ল্যান নিয়ে আলোচনা করবো।
এয়ারটেল এর 3999 টাকার প্রিপেইড প্ল্যান
এটি এয়ারটেলের সবচেয়ে ব্যয়বহুল প্ল্যান। এখানে ৩৬৫ দিনের বৈধতার সাথে আনলিমিটেড কলিং ও দৈনিক 2.5GB ইন্টারনেট ডেটা এবং 100 SMS পাওয়া যায়। এরসাথে আনলিমিটেড 5G ডেটা, স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, এক্সট্রিম অ্যাপের অ্যাক্সেস, অ্যাপোলো 24/7 সার্কেল এবং ফ্রি হেলোটিউনসের সাথে পুরো ১ বছর জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হয়।
জিওর 3999 টাকার প্রিপেইড প্ল্যান
এই জিওর সবচেয়ে দামী প্ল্যান। এই প্ল্যানে 365 দিন ধরে ফ্রি কলসহ প্রতিদিন 2.5GB ডেটা এবং রোজ 100 SMS পাওয়া যায়। এখানে আনলিমিটেড 5G ডেটা, ফ্যানকোড সাবস্ক্রিপশন, জিও টিভি এবং জিও এআই ক্লাউডের মতো সুবিধাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এখানে 90 দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
ভিআই এর ৩৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যান
এটি Vi এর সবচেয়ে দামি প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে সমস্ত নেটওয়ার্কে ফ্রি কল সহ প্রতিদিন 2GB ডেটা এবং প্রতিদিন 100 SMS পাওয়া যায়। এর সাথে হাফ-ডে আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট সহ 1 বছরের জন্য অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
BSNL-এর 2399 টাকার প্রিপেইড প্ল্যান
এটি বিএসএনএল-এর সবচেয়ে ব্যয়বহুল প্ল্যান। এই প্ল্যান 395 দিনের বৈধতার সাথে আসে এবং এখানে গ্রাহকরা আনলিমিটেড কলের সাথে দৈনিক 2GB ডেটা এবং প্রত্যহ 100 SMS পান।