Redmi K80 Pro সহ বাজারের সেরা দশ অ্যান্ড্রয়েড স্মার্টফোন, র‌্যাঙ্কিং প্রকাশ করল AnTuTu

প্রতিমাসের ন্যায় AnTuTu মার্চ 2025 এর অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে 1 থেকে 31 মার্চের মধ্যে হওয়া 1 হাজারেরও বেশি বৈধ টেস্ট ফলাফলের উপর ভিত্তি করে। এই টেস্টে ১০টি ডিভাইসকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলির মধ্যে আছে Vivo X200 Pro স্যাটেলাইট কমিউনিকেশন ভার্সন, Realme GT 7 Pro স্পিড এডিশন, Oppo Find X8 Pro এবং OnePlus 13। AnTuTu এর এই টেস্টে Vivo সবচেয়ে বেশি স্কোর করেছে।

মার্চ মাসের সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন

Vivo X200 Pro Satellite Communication Edition

ভিভোর এই ফোন AnTuTu টেস্টে সবার প্রথমে আছে। এই ফোনটি ডাইমেনসিটি 9400 চিপসেট দ্বারা চালিত। এর AnTuTu স্কোর 29,02,298। ফোনটি 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যায়। এর ব্যাটারি ক্যাপাসিটি 6000mAh, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

iQOO 13

AnTuTu র‌্যাঙ্কিংয়ে এই ফোনটি দ্বিতীয় স্থানে আছে। এটি টেস্টে 28,85,754 AnTuTu স্কোর করেছে। আইকো 13 ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট, 16GB পর্যন্ত র‍্যাম এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এতে 6.82 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 6000mAh, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

iQOO Neo 10 Pro

আইকোর এই ফোনটি AnTuTu র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে। ডাইমেনসিটি 9400 প্রসেসর চালিত হ্যান্ডসেটটি 28,17,285 AnTuTu স্কোর করেছে। এতে 16GB পর্যন্ত র‍্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে। এতে 6100mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus 13

ওয়ানপ্লাসের এই লেটেস্ট ডিভাইস (চীনা এডিশন) কে AnTuTu র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রাখা হয়েছে। এই ডিভাইসটি 27,89,969 AnTuTu স্কোর করেছে। এতে 24GB পর্যন্ত র‌্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 2K ProXDR ডিসপ্লে উপস্থিত। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল।

OnePlus Ace 5 Pro

ওয়ানপ্লাসের এই ফোন AnTuTu র‍্যাঙ্কিংয়ে পঞ্চম নম্বরে রয়েছে। এটির AnTuTu স্কোর 27,89,528। এই ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর 16GB পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 6.78 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে।

Realme GT 7 Pro Speed Edition

রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ফোন 27,12,889 AnTuTu স্কোর সহ ষষ্ঠ স্থানে রয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরে চলে। এর ডিসপ্লে 6000 নিটস পিক ব্রাইটনেস লেভেল অফার করে। ফোনটি 16GB পর্যন্ত র‌্যাম এবং 512GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফোনের ব্যাটারি 6500mAh, যা 120W চার্জিং সাপোর্ট করে।

Realme GT 7 Pro

AnTuTu র‌্যাঙ্কিংয়ে রিয়েলমির এই ফোন সপ্তম স্থানে রয়েছে। এটি 26,81,174 স্কোর করেছে। চীনে ডিভাইসটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ লঞ্চ হয়েছে। এতে রিয়েল ওয়ার্ল্ড Eco² OLED Plus ডিসপ্লে পাওয়া যাবে। ফোনটি 16GB পর্যন্ত র‌্যাম এবং 512GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল।

OPPO Find X8 Pro

এই ফোনটি AnTuTu র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থান ধরে রেখেছে। এর স্কোর 26,41,716। ফোনটি মিডিয়াটেক 9400 চিপসেট সহ এসেছে। এর ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি। ওপ্পোর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম স্কিনে চলে। এর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল।

Redmi K80 Pro

26,29,715 স্কোর সহ রেডমির এই ফোন AnTuTu র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে। এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দ্বারা চালিত। এতে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO Find X8

লিস্টের 10 নম্বরে আছে অপ্পোর ফাইন্ড X8। এটি AnTuTu-এর টেস্টে 26,28,855 পয়েন্ট পেয়েছে। ফোনটি 12GB র‌্যাম, 256GB স্টোরেজ, ডাইমেনসিটি 9400 চিপসেট এবং 5630mAh ব্যাটারি সহ এসেছে।