আজ প্রথম সেল Motorola Edge 60 Fusion এর, 4 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সহ আর কি কি পাবেন

সম্প্রতি ভারতে এসেছে Motorola Edge 60 Fusion স্মার্টফোন। এটি মিড-রেঞ্জ সেগমেন্টে দুর্দান্ত ফিচার অফার করে। আজ 9 এপ্রিল ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এই সেল দুপুর 12টায় শুরু হবে। ফ্লিপকার্ট থেকে ডিভাইসটি কেনা যাবে। প্রথম সেলে এজ 60 ফিউশনের লোভনীয় ডিসকাউন্টের সাথে বিক্রি হবে। মোটোরোলার এই ফোনে আছে 12GB পর্যন্ত র‍্যাম, 256GB স্টোরেজ, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, কোয়াড-কাৰ্ভড AMOLED ডিসপ্লে এবং Moto AI এর মতো ফিচার।

Motorola Edge 60 Fusion এর প্রথম সেল ও অফার

মোটোরোলা এজ 60 ফিউশন এর 8GB র‍্যাম + 256GB স্টোরেজ মডেল 22,999 টাকায় লঞ্চ হয়েছে। আর 12GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। প্রথম সেলে এটি 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে কেনা যাবে। এই ছাড় অ্যাক্সিস এবং IDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

ব্যাঙ্ক ছাড়ের পর মোটোরোলা এজ 60 ফিউশন এর উভয় মডেল যথাক্রমে 20,999 টাকায় ও 22,999 টাকায় কেনা যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত 2000 টাকা ছাড় পাওয়া যাবে। মোটো এজ 60 ফিউশন অ্যামেজোনাইট (ব্লু), স্লিপস্ট্রিম (পীচ) এবং জেফির (গ্রে) কালারে এসেছে।

Motorola Edge 60 Fusion এর ফিচার

মোটোরোলার এই ফোনে 6.7 ইঞ্চির pOLED 1.5K কার্ভড ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর দেওয়া হয়েছে। এটি IP68 + IP69 ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে। এতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, মোটো AI, স্মার্ট ওয়াটার টাচ 3.0 ফিচার পাওয়া যাবে।

ক্যামেরার কথা বললে, Motorola Edge 60 Fusion স্মার্টফোনে OIS, AI ফটো এনহ্যান্সমেন্ট সহ 50MP সনি LYTIA 700C প্রাইমারি ক্যামেরা এবং 13MP আলট্রা-উইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও ফোনে 68W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্টসহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।