জস বাটলারের ব্যাটে ভর করে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় গুজরাট টাইটান্সের

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ইতিহাস গড়লো গুজরাট টাইটান্স (GT)। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাত উইকেটে জয় তুলে নিল তারা। এটি আইপিএলের ইতিহাসে গুজরাটের সর্বোচ্চ সফল রান তাড়া করে ম্যাচ জেতা।

ইংরেজ ব্যাটার জস বাটলারের ব্যাটে ভর করে এদিন গুজরাট জয়ের লক্ষ্যের পৌঁছে যায়। ৫৪ বলে ১১টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৯৭ রানের অপরাজিত থাকেন তিনি। চাপের মুখে তার পরিণত এই ইনিংস দলকে শুধু জয়ই এনে দেয়নি, সাথে গুজরাটকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে এনেছে।

আজ প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ২০৩/৮ রান তোলে। অক্ষর প্যাটেলের ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস দলের বড় স্কোরে অবদান রাখে। গুজরাটের বোলার প্রসিদ্ধ কৃষ্ণ ৪ উইকেট সহ ৪১ রান দিয়ে দিল্লির রানের গতি নিয়ন্ত্রণে রাখেন।

ব্যাট হাতে বাটলারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শারফেন রাদারফোর্ড, যিনি ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে নেমে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দুজনের তৃতীয় উইকেটে ১১৯ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এই জয় গুজরাটের আত্মবিশ্বাস বাড়াবে। এটি তাদের আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ২০০ বা তার বেশি রান তাড়া করে জয়। এর আগে আরসিবির বিপক্ষে ২০২৩ সালে তারা সর্বোচ্চ ১৯৮ রান তাড়া করে জিতেছিল। এছাড়া ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৯৭ এবং ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের বিপক্ষে যথাক্রমে ১৯৬ ও ১৯০ রান তাড়া করে জয় পেয়েছিল শুভমন গিলরা।

ম্যাচ শেষে গুজরাট অধিনায়ক জানিয়েছেন, “এই জয় আমাদের দলীয় প্রয়াসের ফল, আর বাটলারের ইনিংস ছিল চোখ ধাঁধানো।” অন্যদিকে দিল্লির স্ট্যান্ড-ইন অধিনায়ক অক্ষর প্যাটেল স্বীকার করেন, “আমরা অন্তত ১০-১৫ রান কম করেছি।”