ছবি উঠবে মনের মতো, 108MP ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Infinix Zero 40 4G

ইনফিনিক্স গতকাল একজোড়া দুর্দান্ত ফোন লঞ্চ করেছে। Infinix Zero 40 সিরিজ 4G ও 5G ভার্সনে নিয়ে এসেছে সংস্থা। Infinix Zero 40 5G সম্পর্কে ইতিমধ্যেই প্রতিবেদন…

Infinix zero 40 4g launched china price specs features

ইনফিনিক্স গতকাল একজোড়া দুর্দান্ত ফোন লঞ্চ করেছে। Infinix Zero 40 সিরিজ 4G ও 5G ভার্সনে নিয়ে এসেছে সংস্থা। Infinix Zero 40 5G সম্পর্কে ইতিমধ্যেই প্রতিবেদন প্রকাশ হয়েছে আমাদের ওয়েবসাইটে। আর আজ রইল Infinix Zero 40 4G মডেলের খুঁটিনাটি। এই ফোনে AMOLED ডিসপ্লে, ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ 108 মেগাপিক্সেল ক্যামেরা, 45W চার্জিং সহ নানা আকর্ষণীয় ফিচার্স রয়েছে।

Infinix Zero 40 4G স্পেসিফিকেশন

ইনফিনিক্স জিরো 40 4G ফোনে 6.74 ইঞ্চি কার্ভ-এজ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিটস পিক ব্রাইটনেস, ও কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন অফার করে। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। 2 বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং 3 বছর সিকিউরিটি প্যাচ পাবে বলে নিশ্চিত করা হয়েছে। সফটওয়্যারের দিক থেকে এটি Android 14 বেসড XOS 14.5 ভার্সনে রান করবে।

Infinix Zero 40 4G-এর ফ্রন্টে 50 মেগাপিক্সেল Samsung JN1 ক্যামেরা ও রিয়ার প্যানেলে OIS সাপোর্ট সহ 108 মেগাপিক্সেল Samsung HM6 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। প্রসেসর হিসাবে ফোনে রয়েছে Helio G100 চিপ। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে 5,000mah ব্যাটারি। এটি 45W ওয়্যার্ড চার্জিং, 20W ওয়্যারলেস চার্জিং, ও 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Infinix Zero 40 4G দাম

ইনফিনিক্সের এই 4G ফোনের 8 জিবি ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,199 ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় 14,200 টাকা। 5G ভার্সনের সঙ্গে এটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে বলে আশা করা যায়।