ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী, ফিরলেন শ্রেয়াস ও কিশান

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ২০২৪-২৫ মরসুমের জন্য আজ কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল। সবচেয়ে আলোচিত নাম হিসেবে শ্রেয়াস আয়ার ও ঈশান কিশন এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আগের মরসুমে (২০২৩-২৪) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও, নতুন তালিকায় তারা ফিরে এসেছেন যথাক্রমে গ্রেড বি ও গ্রেড সি ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে।

কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন শ্রেয়াস আয়ার ও ঈশান কিশন

ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়াস আয়ারের ফিরে আসাটা ছিল সময়ের অপেক্ষা। আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ ব্যাটিং করে তিনি দলকে শিরোপা জিতিয়েছেন। সেই সঙ্গে মার্চ মাসে আইসিসি সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেছেন।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার হিসেবে ব্যাকআপ খেলোয়াড়ের ভূমিকা পালন করে আসা ঈশান কিশনও নতুন চুক্তিতে জায়গা পেয়েছেন। সদ্য সমাপ্ত আইপিএলে একটি শতরান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড এ+ (Grade A+) তালিকায় রয়েছেন চার পরিচিত নাম: রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এছাড়া গ্রেড এ (Grade A)-তে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি এবং ঋষভ পন্থ।

গ্রেড বি (Grade B) তালিকায় শ্রেয়াস ছাড়াও রয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও যশস্বী জয়সওয়াল। গ্রেড সি (Grade C)-তে জায়গা পেয়েছেন মোট ২০ জন খেলোয়াড়, যার মধ্যে চারজন প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন—অভিষেক শর্মা, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি ও বরুণ চক্রবর্তী।

বিসিসিআই এর এই নতুন কেন্দ্রীয় চুক্তি ১ অক্টোবর ২০২৪ থেকে কার্যকর হবে এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে।