ইডেনে GT বনাম KKR, দলে বড় চমক, ফিরলেন গুরবাজ, নর্টজের বদলে মঈন আলি

আজ ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটানসের (GT) বিপক্ষে আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে বড় পরিবর্তন সহ মাঠে নামলো। অনরিখ নর্টজের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলিকে। এছাড়া দলে ঢুকেছেন আফগান ব্যাটার গুরবাজও।

আজ টস জিতে কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “পিচ কিছুটা শুকনো ধরনের, আমরা বল করার সময় ভালোভাবে বুঝতে পারব। দল কঠোর পরিশ্রম করছে এবং আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চাই। মিডল-অর্ডারের পারফরম্যান্স নিয়ে খুব বেশি চিন্তিত নই। আজ গুরবাজ ও মঈন আলি দলে ফিরেছে।”

৩৭ বছর বয়সী মঈন আলি ইতিমধ্যেই চলতি মরসুমে তিনটি ম্যাচ খেলেছেন এবং তিনটি উইকেট নিয়েছেন। আর এই তিনটি ম্যাচেই কলকাতা জয়লাভ করেছে। চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে শেষ ম্যাচে তিনি নতুন বলে বল করেছিলেন এবং চার ওভারে ২০ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন।

পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে শেষ ম্যাচে হেরে যাওয়ার পর কেকেআর ফের জয়ের ধারায় ফিরতে চায়। বিপরীতে গুজরাট টাইটানস এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে। শুভমন গিলের দল সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

এই মরসুমে এখন পর্যন্ত কেকেআর ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটি মাত্র ম্যাচে তারা জয় পেয়েছে। কেবল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮০ রানে জয় এসেছে। চলতি সপ্তাহে কলকাতা টানা দুটি হোম ম্যাচ খেলবে, যার পরবর্তীটি হবে ২৯ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে।