সুপার কাপ জিততে জুনিয়রদের দিকেই তাকিয়ে আছে মোহনবাগান সুপার জায়ান্ট

শেষ কয়েকটি মরসুম ধরে দুর্দান্ত ফুটবল খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। সিনিয়র দলের পাশাপাশি নজরকাড়া পারফরম্যান্স উপহার দিচ্ছে ক্লাবের জুনিয়র স্কোয়াডও। রিলায়েন্সের উদ্যোগে আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি চ্যাম্পিয়ন হয়েছে বাস্তব রায়ের কোচিংয়ে। বাংলার ইতিহাসে এই প্রথম কোনও দল এই প্রতিযোগিতায় বিজয়ী হল।
আত্মবিশ্বাসে ভরপুর সবুজ-মেরুন ব্রিগেড এবার কলিঙ্গ সুপার কাপ জয়ের লক্ষ্যে নামছে। এই টুর্নামেন্টে মূলত রিজার্ভ দলকেই মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। তাই ছুটির মেজাজে রয়েছেন অধিকাংশ বিদেশি তারকা। এমনকি স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে বাস্তব রায়কে। যদিও অবস্থা বুঝে দীপক টাংড়ি, গ্লেন মার্টিন্স এবং বিদেশি ডিফেন্ডার নুনো রেইসের মতো অভিজ্ঞদেরও খেলানো হতে পারে।
মোহনবাগান সুপার কাপের প্রস্তুতি কলকাতায় সারছে। দলটির নজর এখন তরুণ প্রতিভা সৌরভ ভানওয়ালার দিকে, যিনি এর আগে রিলায়েন্স ও কলকাতা লিগে দারুণ ফুটবল উপহার দিয়েছেন। এখন দেখার সুপার কাপে তিনি কেমন পারফরম্যান্স করেন। বাস্তব রায়ও এই তরুণদের ওপর আস্থা রাখছেন।
সূত্রের খবর শুক্রবার দুপুরেই ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেখানে পৌঁছে নেওয়া হবে ম্যাচের ফাইনাল প্রস্তুতি এবং নির্ধারিত হবে একাদশ। শনিবার কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নুনো রেইসের মাঠে নামার সম্ভাবনাও প্রবল।