এই বিধ্বংসী ইংলিশ ব্যাটারকে দলে নিল না RCB, ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে বিরাট কোহলিরা

ধারাবাহিক ব্যর্থতার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) একাদশ থেকে বাদ পড়লেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হয়নি।
এই বিষয়ে আরসিবির অধিনায়ক রাজত পাটিদার টসের সময় জানান, তারা ২০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলা একাদশ নিয়েই আজ মাঠে নামতে চলেছে। সে ম্যাচেও একাদশে ছিলেন না লিভিংস্টোন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
আইপিএল ২০২৫-এ লিভিংস্টোনের নিজেকে মেলে ধরতে ব্যর্থ। সাত ম্যাচে তিনি করেছেন মাত্র ৮৭ রান। গুজরাট টাইটানসের বিপক্ষে ৫৪ রানের একটি ইনিংস খেললেও এরপর টানা তিন ম্যাচে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন এই ইংলিশ ব্যাটার। যারপর তার ওপর আস্থা হারাতে দেখা গেছে টিম ম্যানেজমেন্টককে।
লিভিংস্টোনের বাজে ফর্ম নিয়ে সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও। তিনি জানান, “লিয়াম লিভিংস্টোন নতুন গ্লেন ম্যাক্সওয়েল হয়ে উঠছেন। তিনি প্রতি ম্যাচে একই ভুল করছেন, যা একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারের ক্ষেত্রে মেনে নেওয়া যায় না।”
আজ RR এর বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের প্রথম জয়ের খোঁজে নামছে RCB। এখন পর্যন্ত তারা যে পাঁচটি ম্যাচ জিতেছে, তার সবগুলোই বাইরের মাঠে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ, আট ম্যাচে দলটি পেয়েছে ১০ পয়েন্ট।