GT vs LSG: শীর্ষে থেকেও বিপদে গুজরাট, ফাইনালে সরাসরি যাওয়ার রাস্তা কঠিন গিলদের

শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৬৪তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (GT vs LSG) কাছে ৩৩ রানে পরাজয় বরণ করল। এই হারের ফলে গুজরাট শীর্ষ দুই দলের মধ্যে নাও থাকতে পারে, যদিও এখনও তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ১৩ ম্যাচে ৯ জয়ের মাধ্যমে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। তবে প্রতিদ্বন্দ্বী দলগুলো যদি শেষ কয়েকটি ম্যাচ ভালো রানরেট সহ জিতে যায়, তাহলে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারালেও প্রথম দুই দল হিসেবে লিগ স্টেজ শেষ করতে পারবে না গিলরা।
আইপিএলের নিয়ম অনুযায়ী, শীর্ষ-২-এর মধ্যে থাকা দলগুলো ফাইনালে পৌঁছাতে দুটি সুযোগ পাবে। ফলে প্রথম দুইয়ে থাকার লড়াই অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। গুজরাটকে শীর্ষ-২ থেকে ছিটকে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও পাঞ্জাব কিংস (PBKS)। এই দুটি দলই ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এবং তাদের দুটি করে ম্যাচ বাকি।
আরসিবির প্রতিপক্ষ হল সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে, পাঞ্জাব খেলবে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। যদি এই দুই দলই তাদের বাকি দুই ম্যাচে জয়লাভ করে, তবে উভয়েরই পয়েন্ট হবে ২১। এই পরিস্থিতিতে গুজরাটের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ২০।
এই পরিস্থিতিতে গুজরাট টাইটান্সকে তাদের শেষ ম্যাচে জয়লাভের পাশাপাশি অপেক্ষা করতে হবে যে অন্তত একটি দল, আরসিবি বা পিবিকেএস যেন অন্তত একটি ম্যাচ হারে। অন্যথায় গুজরাটকে শীর্ষ-২ থেকে বাদ পড়ে এলিমিনেটর ম্যাচে নামতে হবে, যেখানে প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স।