Tata Nexon CNG: মারুতিকে টপকে ভারতের সবচেয়ে শক্তিশালী সিএনজি গাড়ি আনল টাটা

Tata Nexon CNG অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল। এটি ভারতের প্রথম টার্বোচার্জড সিএনজি গাড়ি হিসাবে এসেছে। আবার Maruti Swift S-CNG-কে টপকে দেশের সবথেকে পাওয়ারফুল সিএনজি…

Tata Nexon Cng Launch Price Rs 8 99 Lakh Indias First Turbo Cng Suv

Tata Nexon CNG অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল। এটি ভারতের প্রথম টার্বোচার্জড সিএনজি গাড়ি হিসাবে এসেছে। আবার Maruti Swift S-CNG-কে টপকে দেশের সবথেকে পাওয়ারফুল সিএনজি গাড়ির তকমা পেয়েছে এটি। সিএনজি ভ্যারিয়েন্টে টাটা নেক্সনের দাম ৮.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

Tata Nexon CNG ডুয়াল সিএনজি সিলিন্ডার সহ এসেছে, যার মোট ক্যাপাসিটি ৬০ লিটার। এটির বুট স্পেস ৩২১ লিটার, যা ইর্ন্টানাল কম্বাশন ইঞ্জিন চালিত নেক্সনের তুলনায় ৬১ লিটার কম। সিএনজি ভ্যারিয়েন্টে প্যানরামিক সানরুফ যুক্ত করে ক্রেতাদের ইচ্ছা পূরণ করেছে সংস্থা।

Tata Nexon CNG পাওয়ারট্রেন ও মাইলেজ

টাটার নতুন এই গাড়িতে ১.২ লিটার টার্বো পেট্রল সিএনজি ইঞ্জিন রয়েছে। এটি সর্বাধিক ১০০ পিএস পাওয়ার ও ১৭০ এনএম টর্ক উৎপন্ন করবে। ট্রান্সমিশন অপশন হিসাবে পাওয়া যাবে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। প্রতি কেজিতে ২৪ কিলোমিটার মাইলেজ মিলবে বলে দাবি করেছে টাটা।

Tata Nexon CNG ফিচার্স ও সেফটি

নেক্সন সিএনজি-র বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে প্যানোরামিক সানরুফ, ১০.২৮৫ -ইঞ্চি ডুয়াল-স্ক্রিন সেটআপ (একটি টাচস্ক্রিন ও অপরটি ড্রাইভারের ডিসপ্লের জন্য), ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৮ স্পিকার সাউন্ড সিস্টেম, অটো এসি, এয়ার পিউরিফায়ার, হাইট-অ্যাডজাস্টেবল ড্রাইভার এবং ফ্রন্ট প্যাসেঞ্জার সিট বেল্ট, ছয়টি এয়ারব্যাগ, ব্লাইন্ড স্পট মনিটর, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইত্যাদি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন