Realme GT 8 আসছে শক্তিশালী 7000mAh ব্যাটারির সাথে, Pro মডেলে থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা

রিয়েলমি আগামী অক্টোবর চীনে Realme GT 8 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে দুটি মডেল থাকবে – Realme GT 8 এবং GT 8 Pro। ইতিমধ্যেই এই সিরিজের প্রো মডেল সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে এই ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আজ আবার চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে সিরিজের বেস মডেল Realme GT 8 এর ফিচার সামনে এল। এই রিপোর্ট সত্যি হলে, বেস মডেল প্রো মডেলের তুলনায় ছোট ডিসপ্লে সহ আসবে। আর এতে শক্তিশালী ব্যাটারি থাকবে।

Realme GT 8 এর ডিসপ্লে, ব্যাটারি সহ অন্যান্য ফিচার

এর আগে জানা গিয়েছিল, Realme GT 8 স্মার্টফোনে ৬.৮৫ ইঞ্চি ২কে ওএলইডি ডিসপ্লে থাকবে। আজ আবার সামনে এসেছে যে, স্ট্যান্ডার্ড GT 8 মডেলে পাওয়া যাবে ৬.৬ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

এদিকে, GT 8 ও GT 8 Pro ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট‌ এলিট ২ চিপসেট ব্যবহার করা হবে। এগুলি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি‌ পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আর ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি ৮ প্রো ফোনে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে জানা গেছে। যদিও বেস মডেলের ক্যামেরা ফিচার এখনও অজানা‌। উন্নত ক্যামেরার পাশাপাশি প্রো মডেলে পাওয়া যাবে উন্নত মোটর, ডুয়াল স্পিকার, মেটাল মিড-ফ্রেম এবং আল্ট্রাসোনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Realme GT 8 Pro এর সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, Realme GT 8 Pro এর দাম শুরু হবে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৮,৮০০ টাকা) থেকে।‌ যেখানে গত বছর বাজারে আসা GT 7 Pro এর দাম ছিল ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪৪,০০০ টাকা)।