সস্তা iPhone 17e মডেলে থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, আর কি কি তথ্য ফাঁস হল

চলতি বছরের সেপ্টেম্বরেই আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলেছে Apple iPhone 17 সিরিজ। এই সিরিজের অধীনে চারটি মডেল আসবে – iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, iPhone 17 Pro Max। এছাড়া আগামী বছরের শুরুতে বাজারে আসতে পারে iPhone 17e ডিভাইসটি। এটি iPhone 16e-এর উত্তরসূরি মডেল হবে এবং সিরিজের সবচেয়ে সাশ্রয়ী ফোন হবে। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এর‌ কিছু ফিচার ফাঁস করেছেন।

iPhone 17e এর ফিচার ফাঁস

সাপ্লাই চেইন থেকে টিপস্টার জানতে পেরেছে যে, iPhone 17e স্মার্টফোনে পাওয়া যাবে ৬.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। ডিভাইসটি পূর্বসূরি 16e-এর মতো ৬০ হার্টজ লো-পাওয়ার প্যানেল সহ আসতে পারে। এর ডিসপ্লে ডায়নামিক আইল্যান্ড ডিজাইন সহ আসবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে A19 চিপসেট।

ফটোগ্রাফির জন্য আইফোন ১৭ই মডেলের সামনে 3D ফেস রিকগনিশন সহ ১২ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত থাকবে। পিছনে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর এর ডিজাইনে বড়সড় পরিবর্তন দেখা যাবে।

সফল হয়েছে iPhone 16e

ইতিমধ্যেই ফ্যানদের মধ্যে আসন্ন iPhone 17e নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। এর কারণ হল গত ফেব্রুয়ারিতে আসা iPhone 16e-এর সফলতা। কনজিউমার ইন্টেলিজেন্স রিসার্চ পার্টনার (CIRP)-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের জুন কোয়ার্টারে iPhone 16e এর বিক্রি অনেকটাই বেড়েছে। আশা করা হচ্ছে যে, সেপ্টেম্বরে নতুন আইফোন এলেও জনপ্রিয়তা ধরে রাখতে এই সস্তা মডেলটি।