iPhone Air ডিজাইন করে চমকে দিয়েছেন, কে এই ভারতীয় বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

Apple গত ৯ সেপ্টেম্বরের Awe Dropping ইভেন্টে তাদের সবচেয়ে পাতলা আইফোন, iPhone Air লঞ্চ করেছে। এটি মাত্র ৫.৬ মিমি পুরু। আর স্লিম বডি সহ এলেও, ফোনটি প্রো মডেলের অনেক ফিচার পেয়েছে। যেকারণে ভারতে iPhone Air এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,১৯,৯০০ টাকা, যা বেস মডেল iPhone 17 এর ৮২,৯০০ টাকার থেকে অনেকটাই বেশি। স্বাভাবিকভাবেই মডেলটির দাম নিয়ে নানা কথা উঠছে। তবে এসবকে ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চায় বিষয় হয়ে উঠেছে iPhone Air এর ডিজাইন, যেটি ভারতীয় বংশোদ্ভূত আবিদুর চৌধুরীর দক্ষতায় সম্ভব হয়েছে বলে অ্যাপল জানিয়েছে।

আবিদুর চৌধুরী কে

লন্ডনে জন্মগ্রহণকারী আবিদুর চৌধুরী বর্তমানে সান ফ্রান্সিসকোতে থাকেন এবং অ্যাপলের ডিজাইনার হিসেবে কাজ করেন। তিনি লফবরো বিশ্ববিদ্যালয় থেকে প্রোডাক্ট ডিজাইনিংয়ে ব্যাচেলর অফ ডিজাইন ডিগ্রি অর্জন করেছেন। এই সময় তিনি থ্রিডি হাবস স্টুডেন্টস গ্র্যান্ড এবং কেনউড অ্যাপ্লায়েন্সেস অ্যাওয়ার্ড সহ বড় বড় পুরষ্কার জিতেছেন।

২০১৬ সালে, চৌধুরী তার “প্ল্যান অ্যান্ড প্লে” ডিজাইনের জন্য রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ডেও ভূষিত হন। তার লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা গেছে, তিনি “সমস্যা সমাধান এবং নতুন জিনিস শেখার” জন্য অনুপ্রাণিত।

২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত, তিনি তার নিজস্ব কোম্পানিতে কাজ করেন, যেখানে তিনি বিভিন্ন সংস্থা এবং স্টার্টআপকে সহযোগিতা করেন। ২০১৯ সালের জানুয়ারিতে, তিনি অ্যাপলের একজন ডিজাইনার হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি কোম্পানির জন্য অনেক দৃষ্টিনন্দন প্রোডাক্ট ডিজাইন করার কৃতিত্ব পেয়েছেন, যার মধ্যে রয়েছে নতুন iPhone Air।

iPhone Air এর ডিজাইন ও ফিচার

অতি পাতলা বডি: আইফোন এয়ার মাত্র ৫.৬ মিমি পুরু, এটি অ্যাপলের এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন।

আকর্ষণীয় ক্যামেরা মডিউল: ডিভাইসটি বিশেষভাবে ডিজাইন করা ক্যামেরা লেআউট সহ লঞ্চ হয়েছে।

ই-সিম সাপোর্ট: আইফোন এয়ার ফিজিক্যাল ​​সিম কার্ড স্লট ছাড়াই এসেছে। এতে কেবল ই-সিম সাপোর্ট করবে।

দক্ষ প্রকৌশল: পাতলা হলেও iPhone Air বড় ব্যাটারি সহ লঞ্চ হয়েছে। এটি ফুল চার্জে প্রায় ২৭ ঘন্টা ভিডিও দেখতে দেবে বলে দাবি করা হয়েছে। দক্ষ ডিজাইনার ছাড়া এই কাজ করা কার্যত অসম্ভব।