10 হাজার টাকার কমে 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 16 জিবি র্যামের স্মার্টফোন, Tecno Pova 6 Neo 5G কিনবেন নাকি

ভারতীয় স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা সবসময় তুঙ্গে থাকে। যেকারণে অনেক কম দামে দুর্দান্ত ফিচারের হ্যান্ডসেট পাওয়া যায়। আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার কোনো ফোন চান, সেটাও কেনা সম্ভব। এক্ষেত্রে অন্যতম সেরা একটি বিকল্প হল Tecno Pova 6 Neo 5G। বিভিন্ন অফারের কারণে এটি এখন সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।
আর ভালো ক্যামেরা ছাড়াও এই ডিভাইসে আছে ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট সহ মোট ১৬ জিবি র্যাম। আবার এতে ২৫৬ জিবি স্টোরেজ, এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে। Tecno Pova 6 Neo 5G ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
Tecno Pova 6 Neo 5G এর দাম ও অফার
টেকনো পোভা ৬ নিও ৫জি মডেলটি এখন জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ১১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ১০০০ টাকা ফ্ল্যাট কুপন ডিসকাউন্ট ও ব্যাঙ্ক কার্ডের সাহায্যে পেমেন্ট করলে সরাসরি ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এর পরে হ্যান্ডসেটটি ৯,৮৯৯ টাকায় নিজের করা যাবে।
যদিও অফার এখানে শেষ নয়। টেকনো পোভা ৬ নিও ৫জি কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১১,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। তবে এই মূল্য নির্ভর করবে পুরানো মডেলের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। এটি অরোরা ক্লাউড এবং মিডনাইট শ্যাডো কালার অপশনে এসেছে।
Tecno Pova 6 Neo 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
টেকনো পোভা ৬ নিও ৫জি স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেডিকেল সেলফি ক্যামেরা। আবার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসা এই ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।