Airtel এর দুর্দান্ত অফার, রিচার্জ প্ল্যানের সাথে রোজ 4 জিবি ডেটা, অ্যাপল মিউজিক সহ 30 জিবি ক্লাউড স্টোরেজ

Airtel তাদের কোটি কোটি গ্রাহকদের জন্য ফেস্টিভ অফার নিয়ে এল। কোম্পানির প্রিপেইড প্ল্যান ব্যবহারকারীরা এই অফারে ক্লাউড স্টোরেজ, এআই টুলস, অ্যাড ফ্রি মিউজিক, এশিয়া কাপ ক্রিকেট পাস প্যাক এবং ওটিটি সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। টেলিকমটকের রিপোর্ট অনুসারে, এই মুহূর্তে Airtel সরাসরি ফেস্টিভ অফারের ঘোষণা করেনি। তবে কোম্পানির কিছু প্ল্যানের সাথে এই সুবিধাগুলি পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৪৪৯ টাকার প্ল্যানে এখন দৈনিক ৪ জিবি ডেটা অফার করা হচ্ছে।
এয়ারটেল মিউজিকের সাথে ক্লাউড স্টোরেজের সুবিধা
টেলিকমটক তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, এয়ারটেল প্রিপেইড ব্যবহারকারীরা এবার নির্বাচিত প্ল্যানের সাথে বিনামূল্যে অ্যাপল মিউজিক প্রিমিয়ামের সাবস্ক্রিপশন উপভোগ করবেন। আবার পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য এতদিন গুগল ওয়ানের (১০০ জিবি ক্লাউড স্টোরেজ) সুবিধা দেওয়া হলেও, এবার থেকে প্রিপেইড গ্রাহকরাও ৩০ জিবি গুগল ওয়ান স্টোরেজ পাবেন। এর সাথে ওটিটি বেনিফিটও মিলবে।
Airtel ফেস্টিভ অফার ২০২৫
উৎসবের মরশুম শুরু হওয়ার আগে, এয়ারটেল তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। আসুন কোন প্ল্যানের সাথে কি সুবিধা আছে দেখে নেওয়া যাক।
Airtel এর ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যান
এয়ারটেলের ৩৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি এসএমএস এবং রোজ ২ জিবি ডেটা অফার করা হয়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে ৬৪ কেবিপিএস হবে। এখানে আনলিমিটেড ৫জি ডেটা, ২৮ দিনের জন্য এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম (২২+ ওটিটি), ১২ মাসের জন্য পারপ্লেক্সিটি প্রো এআই এবং এবং ৬ মাসের জন্য অ্যাপল মিউজিক প্রিমিয়াম পাওয়া যাবে।
Airtel ৩৭৯ টাকার প্রিপেইড প্ল্যান
এয়ারটেলের ৩৭৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি পুরো ১ মাস। এখানেও আনলিমিটেড ভয়েস কলিং, প্রত্যহ ১০০টি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। রোজকার ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। অতিরিক্ত সুবিধার মধ্যে আছে আনলিমিটেড ৫জি ডেটা, গুগল ওয়ান (৩০ জিবি ক্লাউড স্টোরেজ), ৬ মাসের জন্য অ্যাপল মিউজিক, ১২ মাসের জন্য পারপ্লেক্সিটি প্রো এআই সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে হ্যালোটিউনস।
Airtel ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যান
এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে গ্রাহকরা ফেস্টিভ অফারে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস এবং রোজ ৩ জিবির পরিবর্তে ৪ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের সাথেও আনলিমিটেড ৫জি ডেটা, গুগল ওয়ান (৩০ জিবি ক্লাউড স্টোরেজ), এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম (২২+ ওটিটি) সাবস্ক্রিপশন, ২৮ দিনের জন্য জিও হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, ৬ মাসের জন্য অ্যাপল মিউজিক, ১২ মাসের জন্য পারপ্লেক্সিটি প্রো এআই সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে হ্যালোটিউনসের মতো সুবিধা আছে।
১০০ টাকার ডেটা প্যাকে আরও ডেটা পাওয়া যাবে
এখন Airtel এর ১০০ টাকার ডেটা প্যাকের সাথে ৬ জিবি ডেটা (আগে ৫ জিবি) পাওয়া যাবে। এই প্যাকের মেয়াদ ৩০ দিন। এখানে ৩০ দিনের জন্য এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম (২২+ ওটিটি) সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে।
Amazon MX Player এর কনটেন্ট দেখা যাবে
Airtel Xstream Play এর সাবস্ক্রিপশন নিলে গ্রাহকরা এখন থেকে Amazon MX Player, Jio Hotstar, ZEE5, Sony Liv, Sun NXT, Lionsgate Play, Viroot, Aha, Distro TV, Chaupal, Chana Jor, Shemaroo Me, Hungama, Hoichoi, Eros Now, Epic On, Manorama Max, Ultra, Playflix K-Drama, Stage, Click, Dollywood Play, Raj Digital, Namma Flix, ShortsTV, Docubay এবং Run TV এর মতো প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে পারবে।
এশিয়া কাপ ক্রিকেট পাস
এয়ারটেলের ৩৪৯ টাকার এন্ট্রি-লেভেল আনলিমিটেড ৫জি প্ল্যানের সাথে Xstream Play প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে, যার মাধ্যমে এশিয়া কাপের ম্যাচ দেখা যাবে। আবার ১০০ টাকার ডেটা প্যাকের সাথেও Xstream Play প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইটে ‘এশিয়া কাপ ক্রিকেট পাস’ বিভাগে এই প্ল্যানগুলি তালিকাভুক্ত রয়েছে।