300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার নিচে সেরা কোনো রিচার্জ প্ল্যান খোঁজ করে থাকেন, তাহলে কোম্পানির পোর্টফোলিও-তে বিকল্পের অভাব নেই। আমরা এই প্রতিবেদনে ৩০০ টাকার কমে Airtel এর সেরা কয়েকটি প্ল্যান সম্পর্কে বলবো। এর মধ্যে রয়েছে আনলিমিটেড প্ল্যান সহ ডেটা প্যাক।

Airtel এর ১৬১ টাকার প্ল্যান

এটি এয়ারটেলের একটি ডেটা প্যাক। এখানে ১২ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি ৩০ দিনের জন্য বৈধ।

১৯৫ টাকার Airtel প্ল্যান

এটিও একটি ডেটা প্যাক। আপনি এখানে ১২ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন। অতিরিক্ত সুবিধা হিসেবে এখানে ২২ টিরও বেশি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Airtel এর ২৭৯ টাকার প্ল্যান

এক মাসে ভ্যালিডিটি সহ আসা এই এয়ারটেল প্ল্যানে মোট ১ জিবি ডেটা মেলে। এছাড়া এখানে নেটফ্লিক্স বেসিক এবং জিও হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel এর ২১৯ টাকার প্ল্যান

এই আনলিমিটেড প্ল্যানে ৩ জিবি ডেটা সহ ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। সাথে আনলিমিটেড কলিং এবং পারপ্লেক্সিটি প্রো এআই এর অ্যাক্সেসও পাবেন গ্রাহকরা।

১৯৯ টাকার Airtel প্ল্যান

১৯৯ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। কোম্পানি এখানে ২ জিবি ডেটা দিচ্ছে। এখানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস এবং পারপ্লেক্সিটি প্রো এআই ব্যবহার করার সুবিধা মিলবে।

২৯৯ টাকার Airtel প্ল্যান

এই প্ল্যানটিতে ২৮ দিনের ভ্যালিডিটি সহ রোজ ১ জিবি ডেটা এবং সীমাহীন কলিংয়ের সুবিধা আছে। এছাড়া প্রত্যহ ১০০টি বিনামূল্যে এসএমএস ও পারপ্লেক্সিটি প্রো এআই ব্যবহার করা যাবে।