OnePlus 15 সেরা অ্যামোলেড ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল

সোমবার চীনে লঞ্চ হল OnePlus 15 স্মার্টফোন। হ্যান্ডসেটটি গত বছরের OnePlus 13 এর উত্তরসূরি হিসেবে আসবে। নয়া ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, ৭৩০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এর সাথে রয়েছে ১২০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট। এটি তিনটি কালার অপশনে বিক্রি হবে। এছাড়া OnePlus 15 মডেলটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে।

OnePlus 15 এর দাম ও লভ্যতা

OnePlus 15 এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৫০,০০০ টাকা) থেকে। এদিকে ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫৩,০০০ টাকা), ৪,৫৯৯ ইউয়ান (প্রায় ৫৭,০০০ টাকা) এবং ৪,৮৯৯ ইউয়ান (প্রায় ৬১,০০০ টাকা) রাখা হয়েছে।

ওয়ানপ্লাস ১৫ এর ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৫,৩৯৯ ইউয়ান (প্রায় ৬৭,০০০ টাকা)। এটি অ্যাবসোলিউট ব্ল্যাক, মিস্টি পার্পল এবং স্যান্ড ডুন (চীনা থেকে অনুবাদিত) কালার অপশনে পাওয়া যাবে। ফোনটি ২৮ অক্টোবর চীনে কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে।

OnePlus 15 এর স্পেসিফিকেশন ও ফিচার

চীনে OnePlus 15 মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি তৃতীয় প্রজন্মের বিওই অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ পর্যন্ত এবং রেজোলিউশন ১.৫কে (১২৭২x২৭৭২ পিক্সেল), সর্বোচ্চ ব্রাইটনেস ১,৮০০ নিট, সর্বোচ্চ টাচ স্যাম্পলিং রেট ৩৩০ হার্টজ।

পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো ৮৪০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15 ফোনে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে আছে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৭,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।