Moto G Stylus (2026) ট্রিপল রিয়ার ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ বাজারে আসছে

এই বছরের এপ্রিলে স্ন্যাপড্রাগন ৬ জেনারেশন ৩ প্রসেসর এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সহ বাজারে এসেছিল Moto G Stylus (2025) লঞ্চ হয়েছিল। এবার এর উত্তরসূরী মডেল Moto G Stylus (2026) লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এর রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। রেন্ডার থেকে জানা গেছে, এটি দুটি কালার অপশনে আসবে। সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে। Moto G Stylus (2026) মডেলে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আসুন ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Moto G Stylus (2026) এর ডিজাইন কেমন হবে

অ্যান্ড্রয়েড হেডলাইনের প্রতিবেদনে মোটো জি স্টাইলাস (২০২৬) এর রেন্ডার প্রকাশ করা হয়েছে। এটি গ্রে এবং ল্যাভেন্ডার কালার অপশন ও লেদার ব্যাক প্যানেল সহ আসবে।

ফোনের পিছনের প্যানেলের মাঝখানে মটোরোলার লোগো দেখা যাবে। উপরের বাম কোণে চারটি কাটআউট সহ আয়তাকার ক্যামেরা মডিউল মিলবে, যা Moto G Stylus (2025) এর লেআউটের মতো হবে। এই আইল্যান্ডে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ থাকবে।

পাওয়ার বাটন এবং ভলিউম রকার Moto G Stylus (2026) এর ডান প্রান্তে অবস্থিত থাকবে। স্টাইলাসটি ডিভাইসের নীচের দিকে রাখার ব্যবস্থা করা হয়েছে।

Moto G Stylus (2026) এর স্পেসিফিকেশন ও ফিচার

Moto G Stylus (2026) মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম বা মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হবে। এটি ৮ জিবি/ ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম এবং IP68-রেটেড বিল্ড সহ আসবে।

Motorola আগামী বছরের দ্বিতীয় কোয়ার্টারে Moto G Stylus (2026) লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এর দাম প্রায় ৩৯৯ ডলার (প্রায় ৩৫,০০০ টাকা) থেকে শুরু হবে।