Amazon Great Republic Day সেলে ৫৫ ইঞ্চি Smart TV-তে বিশাল ছাড়

১৬ জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে Amazon Great Republic Day Sale। এই বিশেষ সেল ঘিরে ক্রেতাদের আগ্রহ কম নয়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বড় স্ক্রিনের স্মার্ট টিভি কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য এই সেলে লোভনীয় ডিল অপেক্ষা করে আছে। সেল শুরু হওয়ার আগেই অ্যামাজন কয়েকটি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভির উপর ডিল প্রকাশ করেছে। আসুন সেলে কোন টিভি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Amazon Great Republic Day সেলে ৫৫ ইঞ্চি TV-তে অফার

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে TCL-এর ৫৫ ইঞ্চি 4K QLED Google TV অনেক সস্তায় বিক্রি হবে। এর আসল দাম প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা, তবে সেলে এটি মাত্র ৩৪,৯৯০ টাকায় পাওয়া যাবে। অর্থাৎ প্রায় ৭৫ হাজার টাকা ছাড় মিলবে। এতে আছে QLED ডিসপ্লে, 4K রেজোলিউশন, ৩৫ ওয়াটের সাউন্ড এবং ডলবি অ্যাটমস সাপোর্ট।

Sony-র ৫৫ ইঞ্চি BRAVIA 2M2 সিরিজের এই 4K স্মার্ট টিভিটির এমআরপি প্রায় ১ লক্ষ টাকা হলেও সেলে পাওয়া যাবে ৫৫,৯৯০ টাকায়। মানে প্রায় ৪৪ হাজার টাকা ছাড়। ডিসপ্লের কোয়ালিটি আর কালার টিউনিং নিয়ে সনির টিভি নিয়ে আলাদা করে কিছু বলার দরকার পড়ে না।

সেলে Samsung Vision AI QLED সিরিজের ৫৫ ইঞ্চি টিভিটি ৩৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত থাকবে। এমআরপি থেকে প্রায় ৪২ হাজার টাকা ছাড়। এই টিভিতে আছে QLED ডিসপ্লে, স্মার্ট ফিচার, আর পরিচিত Samsung কালার প্রোফাইল।

এদিকে LG-এর webOS প্ল্যাটফর্ম সহ আসা ৫৫ ইঞ্চি UA82 সিরিজের টিভির দাম সেলে ৩৮,৯৯০ টাকা রাখা হবে। এক্ষেত্রে প্রায় ২৭ হাজার টাকা ছাড় মিলবে। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট এবং ভালো প্যানেল উপস্থিত।

সবশেষে আছে Samsung Crystal 4K Vista Pro মডেলটি। এটি সেলে পাওয়া যাবে ৩৬,৪৯০ টাকায়। যারা 4K LED স্মার্ট টিভি চান, তাদের জন্য এই মডেলটি উপযুক্ত।