Amazon Sale: ৯ হাজার টাকার কমে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, এখান থেকে কিনুন

গতকাল থেকে শুরু হওয়া অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ অনেক সস্তায় বিক্রি হচ্ছে। পাশাপাশি স্মার্ট টিভির উপরেও লোভনীয় ডিল মিলছে। বিশেষ করে যারা কম খরচে বাড়ির জন্য ৩২ ইঞ্চি টিভি নিতে চান, তাদের জন্য Amazon Great Republic Day সেল বাড়তি সুবিধা দেবে। এই সেলে ৯ হাজার টাকার কমে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের টিভি তালিকাভুক্ত আছে, যেগুলি অন্য সময়ে এই দামে পাওয়া প্রায় অসম্ভব।

অ্যামাজনের তরফে জানানো হয়েছে, “গ্রেট রিপাবলিক ডে সেলে তাদের লক্ষ্য একটাই, বেশি সংখ্যক গ্রাহকের কাছে প্রিমিয়াম প্রযুক্তি পৌঁছে দেওয়া।” এই বক্তব্যের সঙ্গে তাল মিলিয়েই বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় দেওয়া হচ্ছে। আমাদের আগের প্রতিবেদনে স্মার্টফোন ডিল নিয়ে আলোচনা করা হয়েছিল। এবার স্মার্ট টিভি ডিল নিয়ে বিস্তারিত জানানো হল।

৯০০০ টাকার কমে ৩২ ইঞ্চি Smart TV

এই লিস্টের প্রথম মডেল হল Acer-এর ৩২ ইঞ্চি Advanced N Series LED TV। এর এমআরপি ১৪,৯৯৯ টাকা, কিন্তু সেলে দাম কমে এসেছে ৭,৪৯৯ টাকায়। এই টিভিতে আছে এইচডি এলইডি ডিসপ্লে, ২৪ ওয়াট সাউন্ড আউটপুট এবং একাধিক কানেক্টিভিটি অপশন। Acer India-এর এক আধিকারিক বলেন, “এই সেগমেন্টে আমরা পারফরম্যান্স আর দামের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছি।”

পরবর্তী মডেল হল VW OptimaX Series QLED Android TV। সাধারণত কিউএলইডি টিভি মানেই দাম কিছুটা বেশি। তবে এই টিভির এমআরপি ১৮,৯৯৯ হলেও সেলে মাত্র ৭,৪৯৯ টাকায় মিলছে। এতে আছে এইচডি রেডি কিউএলডি প্যানেল এবং ২৪ ওয়াট সাউন্ড।

Kodak-এর QLED SE 2025 Edition মডেলটিও এই রেঞ্জে পাওয়া যাচ্ছে। এতে ৩৬ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে। সেলে এর দাম রাখা হয়েছে ৮,৪৯৯ টাকা।

এছাড়া আমাদের লিস্টে জায়গা করে নিয়েছে BLACK+DECKER-এর Google TV এবং Foxsky-এর স্মার্ট LED টিভি। উভয় টিভি ৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। দুটি টিভিতেই HD Ready ডিসপ্লে এবং ৩০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে।