বাজারে এল Bajaj Pulsar 150, 180 ও Pulsar 220F এর Dagger Edge Edition

Avatar

Published on:

Bajaj Auto ভারতে বেশ আগ্রাসী মনোভাব নিয়ে চলছে। ২০ এপ্রিল সংস্থাটি নতুন Pulsar NS125 নিয়ে এদেশে হাজির হয়েছিল। এক সপ্তাহ না যেতেই Bajaj, Pulsar 150, Pulsar 180, ও Pulsar 220F বাইকের Dagger Edge Edition লঞ্চ করলো। এই নয়া এডিশনে চমক বলতে আকর্ষণীয় পেইন্ট স্কিম এবং গ্রাফিক্স চোখে পড়বে। এছাড়া Dagger Edge Edition-এ Bajaj অভ্যন্তরীণ দিক থেকে কোনো পরিবর্তন করেনি।

Bajaj Pulsar 150 Dagger Edge Edition

Bajaj Pulsar 150 Dagger Edge Edition

Pulsar 150 Dagger Edge Edition দুটি ম্যাট কালার অপশনে উপলব্ধ — পার্ল হোয়াইট এবং সাফায়ার ব্লু।  পার্ল হোয়াইট কালার অপশনে বাইকটির মাডগার্ড ও রিমের ওপর রেড হাইলাইট দেখা যাবে। এছাড়াও এর বেলি প্যান শরীরে রেড-ব্ল্যাক গ্রাফিক্স রাখা হয়েছে। অন্যদিকে, সাফায়ার ব্লু কালার অপশনে বাইকটির মাডগার্ড ও রিমের ওপর হোয়াইট হাইলাইট দেখা যাবে। এছাড়াও, এর বেলি প্যান ও শরীরে হোয়াইট-ব্ল্যাক গ্রাফিক্স রাখা হয়েছে।

Pulsar 150 Dagger Edge Edition-এর জন্য খরচ করতে হবে ১,০১,৮১৮ টাকা৷ এবং Pulsar 150 Twin Disc Dagger Edge Edition-এর জন্য ১,০৪,৮১৯ টাকা ব্যয় করতে হবে৷

Bajaj Pulsar 180 Dagger Edge Edition

Bajaj Pulsar 180 Dagger Edge Edition
Picture: Jetwheels

Pulsar 180 Dagger Edge Edition পার্ল হোয়াইট, ভলক্যানিক রেড ও স্পার্কেল ব্লু ম্যাট কালার অপশনে পাওয়া যাবে৷ ভলক্যানিক রেড কালার একইরকমভাবে হোয়াইট-ব্ল্যাক গ্রাফিক্স এবং হাইলাইট পেয়েছে৷ তবে স্পার্কেল ব্লু কালার অপশনে বাইকে শুধুমাত্র রেড গ্রাফিক্স এবং হাইলাইট দেখা যাবে৷ Pulsar 180 Dagger Edge Edition-এর দাম ১,০৯,৬৫১ টাকা রাখা হয়েছে৷

Bajaj Pulsar 220F Dagger Edge Edition

Pulsar 220F Dagger Edge Edition উপরে আলোচিত পালসার রেঞ্জের অপর দুটি বাইকের মতো চারটি কালার অপশন পেয়েছে৷ নতুন এডিশনে বাইকটির দাম পড়বে ১,২৮,২৫০ টাকা৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥