Gmail অ্যাপ থেকেই করতে পারবেন ভিডিও কলিং, যুক্ত হল গুগল মিট

Avatar

Published on:

করোনা ভাইরাস সংক্রমণের কারণে দুনিয়ার বেশ কয়েকটি দেশে লকডাউনের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ভারত অন্যতম। এই লকডাউনের সময় পরিচিতদের সঙ্গে যোগাযোগ করার জন্য বর্তমানে মানুষ ব্যবহার করছেন ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশনের। এই কারণে বর্তমানে ভিডিও কনফারেন্স অ্যাপ্লিকেশন হিসেবে Zoom অ্যাপ্লিকেশনের ব্যবহার সবথেকে বেশি হচ্ছে পৃথিবীতে। এই পরিস্থিতিতে জুমের সাথে মোকাবিলা করার জন্য পৃথিবীর বড় বড় কোম্পানিগুলি যেমন গুগল, মাইক্রোসফট এবং ফেসবুক নিজেদের ভিডিও অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছে। শুধু তাই নয়, তারা লাগাতার নিজেদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশানগুলিকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্মার্টফোনের জন্য অ্যাপ্লিকেশন Google Meet –

জুমকে টক্কর দেওয়ার জন্য এবং ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন মার্কেটে নিজেদের জমি শক্ত করার জন্য গুগল স্মার্টফোনের জন্য জিমেইলে তাদের অত্যন্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুগল মিটের একটি শর্টকাট যুক্ত করেছে। এই শর্টকাট আপনারা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মেই পেয়ে যাবেন।

জিমেইলের ডেস্কটপ ভার্সনে রয়েছে গুগল মিট –

গুগল মিট ভিডিও কনফারেন্সিং টুল গুগলের মেইল অ্যাপ্লিকেশন Gmail এর ডেস্কটপ ভার্সনে আগে থেকেই যুক্ত ছিল। তাই এখন থেকে স্মার্টফোন ব্যবহারকারীরা সরাসরি জিমেইল থেকে গুগল মিটের মাধ্যমে ভিডিও কল করতে পারবেন। এর জন্য তাদের নতুন করে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার পড়বে না।

কিভাবে করবেন ব্যবহার –

আপনার ফোনের Gmail অ্যাপ্লিকেশনে এবার থেকে আপনি একটি নতুন শর্টকাট দেখতে পাবেন বাঁদিকে। এখানে আপনাকে ভিডিও কল স্টার্ট করার জন্য ‘New Meeting’ অপশনে ট্যাপ করতে হবে। এই অপশনে ট্যাপ করা মাত্রই একটি নতুন লিঙ্ক তৈরি হয়ে যাবে। এই লিংক শেয়ার করে আপনারা যাকে যাকে আমন্ত্রণ জানাতে চান তাকে আপনার ভিডিও কনফারেন্সে যুক্ত করতে পারবেন। এছাড়া আপনি ‘ জয়েন উইথ এ কোড ‘ অপশনটির ব্যবহারও করতে পারেন।

গুগলের এই পদক্ষেপে Zoom অ্যাপ্লিকেশনের সঙ্গে কড়া টক্কর হবে। জিমেইল অ্যাপ্লিকেশন বড় সংখ্যায় ব্যবহৃত হয় সারা বিশ্বে। তাই বর্তমানে এই অ্যাপ্লিকেশনে গুগল মিট শর্টকাট যুক্ত হয়ে যাওয়ায়, ভিডিও কল করা আগের থেকে অনেকটা সহজ হয়ে যাবে।

সঙ্গে থাকুন ➥