লঞ্চ হওয়ার আগেই চীনা ফোন OnePlus Nord বুক করতে ঝাঁপিয়ে পড়লো ভারতীয়রা

Avatar

Published on:

ভারতে এখনও লঞ্চ হয়নি ওয়ানপ্লাসের সস্তা ফোন OnePlus Nord। তবে তার আগেই আজ ভারতে এই ফোনের প্রি-বুকিং ছিল। ইতিমধ্যেই OnePlus থেকে নিশ্চিত করা হয়েছিল যে, এই ফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে পাওয়া যাবে। যদিও অনেকে অভিযোগ করেছেন তারা অ্যামাজনে প্রি-বুকিং পেজ পাননি। তবে কেউ কেউ আমাদের কে জানিয়েছেন যে তারা OnePlus Nord এর প্রি-বুকিং করতে পেরেছেন। ফোনটি প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ হওয়ার কয়েক মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। আপনি যদি চান ওয়ানপ্লাস নোর্ড অর্ডার করতে তাহলে এই লিংকে ক্লিক করুন

ওয়ানপ্লাস তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে জানিয়েছে যে, এই ফোনকে ৮ জুলাই ফের গ্রাহকরা অর্ডার করতে পারবে। তবে ওইদিনও প্রি-বুকিংয়ের জন্য ফোনটির অনেক ইউনিট উপলব্ধ থাকবেনা। ওইদিন আপনি যদি প্রি-অর্ডার না করতে পারেন তাহলে ‘নোটিফাই মি’ অপশনে ক্লিক করতে পারেন। এরফলে কোম্পানি ফোনটি অর্ডারের জন্য উপলব্ধ হলে আপনাকে জানাবে। প্রসঙ্গত কয়েকদিন আগেই ওয়ানপ্লাস নিশ্চিত করে যে এই ফোনের নাম OnePlus Z নয় OnePlus Nord হবে।

OnePlus Nord সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন :

প্রথমে শোনা যাচ্ছিলো যে ওয়ানপ্লাসের এই ফোন ২৫,০০০ টাকার রেঞ্জে আসবে। যদিও পরে কোম্পানি জানায় তাদের এই ফোনের দাম ৫০০ ডলারের (প্রায় ৩৭,৫০০ টাকা) কম হবে। এখন দেখার ওয়ানপ্লাস নোর্ড কত দামে ভারতে আসে। ফোনটি শাওমি, অপ্পো, ভিভো-র মিড রেঞ্জে আসা ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই ফোনে ৬.৫৫ ইঞ্চি এস এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল। ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ৯০ হার্জ। ফোনের পিছনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি লেন্স। এছাড়াও আছে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ১৩ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর। সেলফির জন্য এখানে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড অপারেটিং সিস্টেমের সাথে আসবে। এই ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে। চার্জিংয়ের জন্য এখানে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। ফোনটি নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে। এতে ৬ জিবি ও ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প থাকবে। সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

সঙ্গে থাকুন ➥