বিকল্প জ্বালানিতে জোর , ২০২২-এ তিনটি ইলেকট্রিক মোটরসাইকেল আনবে Kawasaki

Avatar

Published on:

ইতালির মিলানে অনুষ্ঠিত আর্ন্তজাতিক মোটরসাইকেল প্রদর্শনী অনুষ্ঠানে (EICMA 2021) ভবিষ্যতের রূপরেখা জানালেন কাওয়াসাকি মোটর্স (Kawasaki Motors)-এর সিইও এবং প্রেসিডেন্ট হিরোশি (Hiroshi)৷ বিগত কয়েক বছর ধরেই ইলেকট্রিক মোটরসাইকেল এবং তার প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে গতির জন্য সুপরিচিত জাপানি টু-হুইলার সংস্থাটি৷ তবে এই প্রথম সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি সামনে আনা হল।

ভবিষ্যতে কাওয়াসাকি কোন পথে যাবে, বিকল্প জ্বালানির ব্যবহার, বাজারে নতুন পণ্য আনার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন হিরোশি৷ তার মন্তব্য থেকে পরিষ্কার, কার্বনবিহীন বা কার্বন নিউট্রাল পরিবেশ গড়ে তুলতে চায় কাওয়াসাকি৷ এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, একাধিক নতুন ইলেকট্রিক বাইক প্রকাশ্যে নিয়ে আসার জন্য প্রস্তুত তারা।

হিরোশি শ্রোতাদের উদ্দেশ্যে বলেছেন, “আমি একটি অঙ্গীকার আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই৷ ২০২২-এ বিশ্বজুড়ে আমরা অন্তত তিনটি বৈদ্যুতিক যান দেখাবো। এটা আমাদের প্রতিশ্রুতি। তিনি আরও উল্লেখ করেছেন, হাইড্রোজেন, হাইব্রিড, এবং ইলেকট্রোফুয়েল (সিন্থেটিক)-এর মতো অন্যান্য শক্তির উৎস অন্বেষণে সমান গুরুত্ব দেবে কাওয়াসাকি।

প্রসঙ্গত, কাওয়াসাকি কার্বন নির্গমন নেট ‘জিরো’ বা শূণ্যে নামিয়ে আনার লক্ষ্যে ২০৩৫ সাল থেকে পেট্রোলচালিত মোটরসাইকেলের উৎপাদন বন্ধ করবে। তবে সর্বত্র নয়৷ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, এবং জাপান-সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশগুলিতে কেবলমাত্র বৈদ্যুতিক মোটরসাইকেল বিক্রি করবে তারা। তারপর ধীরে ধীরে অন্যান্য দেশের বাজারেও একই পথে হাঁটবে কাওয়াসাকি।

আবার কাওয়াসাকি ২০২৫ সালের মধ্যে নতুন দশটি মডেলের ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। হিরোশির বক্তব্য থেকে স্পষ্ট, তার মধ্যে তিনটি আগামী বছরের মধ্যে আত্মপ্রকাশ করবে।

সঙ্গে থাকুন ➥