করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করুন, জেনে নিন সঠিক পদ্ধতি

Avatar

Published on:

ভারতে ইতিমধ্যেই করোনা ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা এক হাজার অতিক্রম করে গিয়েছে। এবং এই পরিস্থিতিতে আমাদের সকলেরই সাহায্য প্রার্থনা করছে সরকার। এই কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি তহবিলের ঘোষণা করেছেন। এই তহবিলের নাম প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিস্টেন্স এন্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন ফান্ড ( পিএম- সিএআরইএস ফান্ড)। এই তহবিলে আপনারা নিজের সাধ্যমত টাকা দান করে ভারতকে করোনা মোকাবিলায় সাহায্য করতে পারেন। আসুন দেখে নিই কিভাবে আপনি এই তহবিলে টাকা দান করতে পারবেন-

  • প্রথমে আপনাকে pmindia.gov.in/en সাইটে পৌঁছতে হবে।
  • এখানে আপনারা ডোনেশন ডিটেইলস ট্যাব পেয়ে যাবেন। এই ট্যাবে ক্লিক করলে একটি নতুন ছোট ট্যাব খুলবে যেখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোড এবং ইউপিআই আইডি ভরতে হবে।
  • তারপরে ডোনেশন অপশনে ক্লিক করতে হবে।
  • এই অপশনে ক্লিক করা মাত্রই আপনি ভারতীয় স্টেট ব্যাংকের একটি ওয়েব পেজে পৌঁছে যাবেন। সেখানে গিয়ে আপনাকে ‘প্রোসিড’ বাটনে ক্লিক করতে হবে।
  • এবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডোনেশন ক্যাটাগরি, এবং তারপরে ফর্ম ভরা শুরু করতে হবে। এখানে আপনাকে আপনার নাম, ইমেইল আইডি এবং ফোন নাম্বার এর মত কিছু সাধারণ তথ্য দিতে হবে।
  • তারপর আপনাকে আপনার ডোনেশনের অর্থের পরিমাণ লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে ডিটেলস গুলো আরেকবার যাচাই করে নিয়ে টাকা পেমেন্ট করতে হবে।
  • তবে আপনাকে জানিয়ে রাখি, আপনারা আপনার ইউপিআই অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করেও আপনার সাধ্যমত টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করতে পারেন।

সঙ্গে থাকুন ➥

Leave a Comment