Bajaj Chetak 35 Series: চেতক ইলেকট্রিক স্কুটারের উন্নত ভার্সন লঞ্চ করল বাজাজ, ফাটাফাটি ফিচার্স, 150 কিমি রেঞ্জ

শুক্রবার দেশে লঞ্চ হল নতুন Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার। আগের মডেলের মতো ডিজাইন থাকলেও, যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচার্স। যা যাত্রীদের নিত্য যাতায়াতে কাজে আসতে পারে।

Update: 2024-12-20 08:48 GMT

ইলেকট্রিক স্কুটারের বাজারে নতুন বিকল্প হাজির করল Bajaj Auto। শুক্রবার দেশে লঞ্চ হল 2025 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি - 3501 এবং 3502। ভবিষ্যতে 3503 ভ্যারিয়েন্টও লঞ্চ করা হবে বলে জানিয়েছে বাজাজ। 2020 সাল থেকে দেশে বিক্রি হচ্ছে চেতক ইলেকট্রিক স্কুটার। নিত্য যাতায়াতের জন্য একটি আধুনিক ব্যাটারি চালিত স্কুটারের বিকল্প হিসাবে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে চেতক।

নতুন Bajaj Chetak : ইলেকট্রিক স্কুটারের দাম

Bajaj Chetak 3501 ভ্যারিয়েন্টের দাম 1.27 লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং 3502 ভ্যারিয়েন্টের দাম 1.20 লক্ষ টাকা (এক্স-শোরুম)। কোম্পানির নিকটবর্তী শোরুমে গিয়ে এটি বুক করতে পারবেন।

Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারে নতুন কী : রেঞ্জ ও ফিচার্স

বাইকের সাইড সেকশন এবং পিছন দিকের লুকে পরিবর্তন করেছে বাজাজ। দেখতে এখনও নিও-ক্লাসিক ডিজাইনের মতোই। পাওয়া যাবে 35 লিটার আন্ডার সিট স্টোরেজ। ফিচারের ক্ষেত্রে রয়েছে 5 ইঞ্চি TFT স্ক্রিন, যেখানে চার্জিং, রেঞ্জ, কল, SMS এলার্ট সম্পর্কিত একাধিক তথ্য দেখা যাবে।

এই স্কুটারে পাবেন জিও-ফেন্স, ব্লুটুথ কানেক্টিভিটি, থেফট এলার্ট, অ্যাক্সিডেন্ট ডিটেকশন, ওভারস্পিড এলার্ট ইত্যাদি। ফিচারের দিক দিয়ে আগের থেকে অনেক নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে স্কুটারে। ইলেকট্রিক স্কুটারে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 3.5 কিলোওয়াট আওয়ার এবং 4 কিলোওয়াট ইলেকট্রিক মোটর। স্কুটারের রেঞ্জ ফুল চার্জে 150 কিলোমিটার।

তবে বাস্তবে এটির রেঞ্জ দাবি করা হয়েছে 125 কিলোমিটার। স্কুটারের সর্বোচ্চ গতি 73 কিমি প্রতি ঘণ্টা। এটির সঙ্গে পাওয়া যাবে 950 ওয়াট ক্ষমতার চার্জার। বাজাজের দাবি অনুযায়ী, এটি 0 থেকে 80 শতাংশ চার্জ করতে সময় নেবে 3 ঘণ্টা।

Tags:    

Similar News