Quantum Energy: ইলেকট্রিক স্কুটার কিনলে ২০ হাজার টাকা ক্যাশবাক, সঙ্গে বিনামূল্যে মোবাইল ফোন!

বড়দিন এবং নতুন বছর উপলক্ষে দারুণ অফার আনল Qunatam Energy। ইলেকট্রিক স্কুটারের উপর ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করেছে কোম্পানিটি। কবে অবধি এই অফার থাকবে জেনে নিন।

Update: 2024-12-20 07:27 GMT

বড়দিন এবং নতুন বছর উপলক্ষে দারুণ অফার আনল Qunatam Energy। ইলেকট্রিক স্কুটারের উপর ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করেছে কোম্পানিটি। কবে অবধি এই অফার থাকবে জেনে নিন।

বড়দিন, নতুন বছর এবং পোঙ্গল উৎসবকে কেন্দ্র করে নয়া অফার আনল Quantum Energy। সীমিত সময়ের জন্য কোম্পানির প্লাজমা, মিলান এবং বিজিনেস সিরিজ-সহ নির্বাচিত ইভি মডেলগুলির ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এর সঙ্গে মিলবে ১৫ হাজার টাকা মূল্যের কমপ্লিমেন্ট্রি মোবাইল ফোন। অফারটি শুরু হয়েছে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ১৮ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত।

ভারতে কোম্পানির যতগুলি শোরুম রয়েছে, এমনকী যেগুলি নতুন খুলেছে সমস্ত জায়গায় অফারটির লাভ তোলা যাবে বলে জানিয়েছে কোম্পানি। কোয়ান্টাম এনার্জির উৎসব অফার জনপ্রিয় মডেলগুলির উপর পাবেন ক্রেতারা। কোম্পানির দাবি তাদের স্কুটার উচ্চ কার্যকারিতা, দক্ষতা এবং নির্ভরযোগ্যতা প্রদান করে। জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ভারতীয় যাত্রী এবং ব্যবসার বিভিন্ন চাহিদার কথায় মাথায় রেখে ডিজাইন করা হয়েছে উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন স্কুটারগুলি।

উল্লেখ্য, কোয়ান্টাম এনার্জির শোরুমগুলিতে বিক্রয়, পরিষেবা এবং খুচরা যন্ত্রাংশের পরিষেবা পাওয়া যায়। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় কুসালাভা ইন্টারন্যাশনাল। এই কোম্পানির সহায়ক কোম্পানি হল কোয়ান্টাম এনার্জি। অক্টোবর, ২০২২ এর পর থেকে এখনও ১০ হাজারের বেশি ইউনিট বিক্রি করেছে কোম্পানিটি।

কোয়ান্টাম এনার্জি লিমিটেডের ডিরেক্টর চেতনা চুক্কাপল্লী জানিয়েছেন, “কোয়ান্টাম এনার্জিতে, আমরা গ্রাহকদের জন্য উত্তেজনাপূর্ণ অফার আনতে পেরে রোমাঞ্চিত যা উৎসবের মরসুমের আনন্দকে প্রতিফলিত করে। যেহেতু আরও বেশি ব্যক্তি বৈদ্যুতিক গতিশীলতাকে পছন্দ করছেন, তাই আমরা পরিবেশ-বান্ধব যানবাহন সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এগুলি কর্মক্ষমতা এবং স্থায়িত্ব উভয়ই সরবরাহ করে। এই অফারের মাধ্যমে, আমরা গ্রাহকদের কেবল পরিচ্ছন্ন পরিবহণ পদ্ধতিতে রূপান্তরিত করতে সাহায্য করছি না, বরং তাদের অবিশ্বাস্য পুরস্কারের সাথে উদযাপন করার সুযোগও দিচ্ছি।”

Tags:    

Similar News