2025 Bharat Mobility Expo: অপেক্ষার অবসান ঘটিয়ে জানুয়ারি মাসে আসছে এই ৫ স্কুটার, নজর কাড়বে সবার
শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে 2025 Bharat Mobility Expo। যেখানে গাড়ির পাশাপাশি নতুন বাইক ও স্কুটারও তুলে ধরবে কোম্পানিগুলি। এর মধ্যে নতুন স্কুটার কী কী থাকতে পারে দেখে নিন।
ভারত মোবিলিটি এক্সপোর ২০২৫ সংস্করণ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। এটি দেশের অটোমোবাইল দুনিয়ায় সবথেকে বড় অনুষ্ঠান হতে চলছে, কারণ অটো এক্সপো এখন ভারত এক্সপোর সঙ্গে যুক্ত হয়েছে৷ সেখানে গাড়ি ছাড়াও, বিভিন্ন নতুন দু'চাকা মডেল প্রদর্শন করা হবে বলে আশা করা হচ্ছে৷ এই অনুষ্ঠানে কী কী নতুন স্কুটার আত্মপ্রকাশ করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।
নতুন Suzuki Access
সুজুকি প্রায় এক বছর ধরে এই আপডেটেড স্কুটার পরীক্ষা করছে। স্কুটারটি টেস্টিং করতে একাধিকবার দেখা গেছে। মনে করা হচ্ছে, জাপানি সংস্থাটি ২০২৫ সালে এই নতুন অ্যাক্সেস ১২৫ লঞ্চ করবে৷ তবে অফিশিয়াল রিলিজের আগে, ২০২৫ ভারত মোবিলিটি শোতে স্কুটারটি প্রদর্শন করার সম্ভাবনা রয়েছে৷
নতুন Suzuki Burgman Street EV
নতুন বার্গম্যান স্ট্রিট ইলেকট্রিক স্কুটারটিকে প্রায় দুই বছর ধরে পরীক্ষা করছে সংস্থা। যেহেতু জাপানি প্রতিদ্বন্দ্বী Honda ভারতে তার প্রথম EV লঞ্চ করতে চলেছে, তাই Suzuki আনতে পারে - Burgman Street ইলেকট্রিক। যদিও আনুষ্ঠানিক লঞ্চটি বছরের শেষের দিকে ঘটতে পারে।
Honda Activa E
নতুন Activa E মাত্র কয়েক সপ্তাহ আগে উন্মোচন করেছে হোন্ডা। এটির বুকিং জানুয়ারিতে শুরু হবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকদের আকর্ষিত করার পাশাপাশি বিশ্ব বাজারে স্কুটারটি প্রদর্শন করার জন্য ২০২৫ ভারত মোবিলিটি এক্সপোকে বেছে নিতে চলেছে হোন্ডা। আগামী মাসে স্কুটারের বিস্তারিত বৈশিষ্ট্য জানাবে সংস্থা।
TVS Jupiter EV
TVS iQube সংস্থাকে জন্য একটি বড় সাফল্য এনে দিয়েছে। এবার মনে করা হচ্ছে সংস্থাটি তার EV পোর্টফোলিও প্রসারিত করতে চায়। সূত্রের খবর, যে TVS জুপিটারের একটি বৈদ্যুতিক সংস্করণ তৈরি করেছে, যা ২০২৫ ভারত মোবিলিটি এক্সপোতে ভারতে আত্মপ্রকাশ করতে পারে। স্কুটারটি সম্ভবত তার পেট্রল মডেলের মতো একই ডিজাইনের হতে পারে।
Hero Destini 125
Hero Destini 125 অনেক মাস আগেই উন্মোচন করা হয়েছিল। কিন্তু এটি শোরুমে পৌঁছায়নি। আবার দাম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেনি সংস্থা। আগামী মাসে এক্সপোতে হিরো নতুন ডেসটিনি লঞ্চ করতে পারে হিরো মটোকর্প।