নতুন ইলেকট্রিক স্কুটার ক্রেতাদের জন্য পয়সা উসুল অফার এথার এনার্জির, ব্যাটারির সাথে ৮ বছর ওয়ারেন্টি

নতুন গ্রাহকদের জন্য ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির উপর ৮ বছর ব্যাটারি ওয়ারেন্টির অফার দিচ্ছে এথার এনার্জি। নতুন 450X এবং Rizta ইলেকট্রিক স্কুটারের উপর পাওয়া যাবে এই সুবিধা।

Update: 2024-11-22 17:55 GMT

এথার এনার্জি তাদের দুটি ইলেকট্রিক স্কুটার 450X এবং Rizta এর জন্য নতুন বর্ধিত ওয়ারেন্টি স্কিম চালু করার সিদ্ধান্ত নিল। এই স্কিমের অধীনে, যারা প্রথমবার এই স্কুটার কিনবেন তারা ৮ বছর বা ৮০,০০০ কিলোমিটার (যা প্রথমে আসবে) ব্যাটারি ওয়ারেন্টির অফার পাবেন। সংস্থার দাবি, এই সময়কালে ব্যাটারির ৭০ শতাংশ স্বাস্থ্য ভালো থাকবে। এই মুহূর্তে স্ট্যান্ডার্ড অফারের অধীনে ৩ বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে থাকে এথার।

Ather Energy ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির সাথে পাওয়া যাবে ৮ বছরের ওয়ারেন্টি

নতুন গ্রাহকদের জন্য যে বর্ধিত ওয়ারেন্টি স্কিম চালু করা হয়েছে তার জন্য প্রো প্যাক কিনতে হবে। এই প্রো প্যাকের খরচ ৪,৯৯৯ টাকা। সংস্থা জানিয়েছে, স্কুটারের ইনভয়েস তৈরি হওয়ার ৯০ দিনের মধ্যে এই ৮ বছরের ব্যাটারি প্রোটেক্ট প্ল্যান কিনতে পারবেন ক্রেতারা।

ওয়ারেন্টি স্কিমের অধীনে, গ্রাহকরা ব্যাটারি ক্ষয় সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে সম্পূর্ণ কভারেজ পাবেন। আরও জানা গিয়েছে, ফুয়েল সেলের ডিসচার্জ হলেও তারা ক্লেম প্রত্যাখ্যান করবে না এবং ক্লেমের পরিমাণের কোনও উচ্চ সীমা নেই। এথার এনার্জির দাবি, ৮ বছর পরেও ব্যাটারির স্বাস্থ্য ৭০ শতাংশ পর্যন্ত বজায় থাকবে। পাশাপাশি স্কুটার বিক্রি করার সময় এই ওয়ারেন্টি হস্তান্তর করা যাবে।

এথার এনার্জি 450X এবং Rizta এই দুই ইলেকট্রিক স্কুটার কিনলে তবেই অফারটি পাওয়া যাবে। দুটি স্কুটারই নতুন লঞ্চ করেছে সংস্থা। এই মুহূর্তে 450X সিরিজের দাম ১.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে ১.৯৫ লক্ষ টাকা। আর Rizta-এর দাম ১.০৯ লক্ষ থেকে ১.৪৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এথার 450X ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ফুল চার্জে ১১১ কিলোমিটার। সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা। অন্যদিকে, এথার Rizta এর ফুল চার্জে রেঞ্জ ১২৩ কিলোমিটার। সর্বোচ্চ গতি ৮০ কিমি প্রতি ঘণ্টা।

Tags:    

Similar News