Kawasaki Ninja ZX-10R: কাওয়াসাকির বড় সিদ্ধান্ত, স্পোর্টস বাইকের দাম একলাফে ১.১৪ লাখ টাকা কমাল সংস্থা

স্পোর্টস বাইকের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় কাওয়াসাকি নিনজা। এদিন দেশের বাজারে নিনজা ZX-10R বাইকের দাম কমাল সংস্থা। এক ধাক্কায় ১.১৪ লাখ টাকা সস্তা হল বাইকটি।

Update: 2024-11-21 14:19 GMT

যখন কোনও সংস্থা বাইকের উপর ছাড় ঘোষণা করে তা সাধারণত কয়েক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে এদিন কাওয়াসাকি নিনজা ZX-10R বাইকের উপর ১.১৪ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করল সংস্থা। গত সেপ্টেম্বরে বাইকের ২০২৫ আপডেট ভার্সন লঞ্চ হয়। তারপর কিছুটা দাম বাড়ে বাইকের।

২০২৫ কাওয়াসাকি নিনজা ZX-10R বাইকটি লঞ্চ হয় গত সেপ্টেম্বরে, দাম রাখা হয় ১৭.১৩ লাখ টাকা। তবে শীঘ্রই বাইকটির দাম বাড়িয়ে ১৮.৫০ লাখ রাখে সংস্থা। এদিন বাইকের উপর ১.১৪ লাখ টাকা ছাড় ঘোষণা করার ফলে এটি এবার ১৭.৩৬ লাখ টাকায় পাওয়া যাবে। এই দামের ফলে বাইকটির জোরদার টেক্কা দিতে চলেছে BMW S 1000 RR মডেলকে।

কাওয়াসাকির এই দাম কমানোর সিদ্ধান্ত কতটা সফল হয় সেটাই এখন দেখার। উল্লেখ্য, কাওয়াসাকি নিনজা ZX-10R বাইকের স্পেসিফিকেশনও দুর্দান্ত। এতে পাবেন ৯৯৮ সিসি ইন লাইন চার সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। দারুন শক্তিশালী বাইকের ইঞ্জিন সেটআপ। সর্বাধিক ১৩,২০০ আরপিএম-e ২১০ হর্সপাওয়ার এবং ১১,৪০০ আরপিএম-এ ১১৪ এনএম টর্ক শক্তি উৎপন্ন করতে পারে বাইকটি।

এতে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স এবং বাই-ডাইরেকশনাল কুইকশিফটার। ফিচারের ক্ষেত্রে বাইকে মজুত TFT কনসোল, স্মার্টফোন কানেক্টিভিটি, একাধিক রাইডিং মোড, ক্রুজ কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

হার্ডওয়্যারের ক্ষেত্রে সামনে রয়েছে Showa BFF ফর্ক সাসপেনশন এবং পিছনে Showa BFRC মনোশক সাসপেনশন। বাইকের সামনের চাকায় রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক এবং পিছন চাকায় রয়েছে সিঙ্গেল ডিস্ক ব্রেক। কাওয়াসাকি নিনজা সিরিজের যতগুলি মডেল বিক্রি হয় তার মধ্যে অন্যতম শক্তিশালী স্পোর্টস বাইক ZX-10R।

Tags:    

Similar News