হোন্ডা অ্যাক্টিভা ইভিকে পাল্টা দিতে সুজুকি আনছে তুখোড় ইলেকট্রিক স্কুটি, লঞ্চ আগামী বছরেই
বাজারে Honda Activa ইলেকট্রিক স্কুটার লঞ্চ হওয়ার আগেই নতুন প্রতিপক্ষ হাজির। পাল্টা দিতে অ্যাক্সেস স্কুটারের ইলেকট্রিক অবতার আনছে Suzuki।
ভারতে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার দোরগোড়ায় দাঁড়িয়ে সুজুকি (Suzuki)। ২০২৫ সালে লঞ্চ হতে পারে অ্যাক্সেস ইভি (Access EV)। এতদিন পেট্রল মডেলে বিক্রি হয়ে এসেছে এই টু-হুইলার। এবার ব্যাটারি-সহ ইলেকট্রিক অবতারে কিনতে পারবেন ক্রেতারা। এই স্কুটার সরাসরি টক্কর দেবে হোন্ডা অ্যাক্টিভা ইভিকে, যা খুব শীঘ্রই দেশের বাজারে পা রাখতে পারে।
পেট্রল মডেলের বিক্রির তুলনায় অ্যাক্টিভার থেকে সুজুকি অ্যাক্সেস বেশ পিছিয়ে থাকলেও, ইলেকট্রিক স্কুটির দৌড়ে দু’জনেরই এটাই প্রথম রেস। শূন্য থেকে শুরু করবে দুই ইলেকট্রিক স্কুটার। ভারতে ইলেকট্রিক স্কুটার নিয়ে বেশ আশাবাদী সুজুকি। ইতিমধ্যে বার্গম্যানের ইলেকট্রিক ভার্সনের পরীক্ষা চালু হয়ে গিয়েছে দেশের রাস্তায়।
অ্যাক্সেস এবং বার্গম্যান দুই ইলেকট্রিক স্কুটারই একই ধাঁচে তৈরি করা হবে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে, ব্যাটারি চালিত স্কুটারের বাজারে যে হারে প্রতিযোগিতা বেড়েছে তাতে দ্রুত অংশগ্রহণ করা ছাড়া আর কোনও উপায় দেখছে না বড় সংস্থাগুলি। হিরো মটোকর্প ইতিমধ্যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে ফেলেছে। এবার পালা হোন্ডা এবং সুজুকির।
অন্যদিকে, রেট্রো মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড ব্যাটারি চালিত বাইক লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে। দেশের বাজারে যে সংস্থাগুলির লম্বা ইতিহাস এবং বিস্তৃত সেলস নেটওয়ার্ক ও উৎপাদন ক্ষমতা রয়েছে তারা শীঘ্রই এই বাজারে নাম লেখাতে চলেছে। এখন দেখার গ্রাহকদের মন জিততে পারে কিনা তারা।
এক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, সুজুকি অ্যাক্সেস ইলেকট্রিক স্কুটারের দাম হতে পারে ১.২০ লাখ টাকার আশেপাশে। একাধিক ব্যাটারি বিকল্পের সঙ্গে আসতে পারে এটি। তবে কত রেঞ্জ এবং কত ব্যাটারি ক্যাপাসিটি থাকবে তা এখনও জানা যায়নি। শীঘ্রই ইলেকট্রিক স্কুটারের আভাস দিতে পারে সুজুকি। কারণ হোন্ডা অ্যাক্টিভা ইভি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই।