বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার Zelio X Men 2.0, দাম মাত্র ৭১,৫০০ টাকা, কিনবেন নাকি
চলে এল নতুন ইলেকট্রিক স্কুটার Zelio X Men 2.0। যার দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে সংস্থা। স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এক চার্জে রেঞ্জ ১০০ কিলোমিটার।
লম্বা রেঞ্জও পাওয়া যাবে, আবার দামও হবে বাজেটের মধ্যে। ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে আপনার ইচ্ছা যদি এমন হয়ে থাকে তাহলে সুখবর। কারণ এদিন বাজারে লঞ্চ নতুন ইলেকট্রিক স্কুটার Zelio X Men 2.0। স্কুটারের রেঞ্জ ফুল চার্জে ১০০ কিলোমিটার। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে। শহরতলির মধ্যে যাতায়াতের জন্য নয়া বিকল্প হিসাবে এই স্কুটার হাজির করেছে জিলিও ই-বাইক।
Zelio X Men 2.0 ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ, ব্যাটারি ও ফিচার্স
এটি একটি ধীর গতির ইলেকট্রিক স্কুটার, যা তিন ধরনের ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে - একটি লিড অ্যাসিড এবং দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি। প্রথমটায় পাবেন ৬০ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক। দ্বিতীয় ভ্যারিয়েন্টে রয়েছে ৬০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং ৭৪ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক।
এই স্কুটার ফুল চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এতে রয়েছে ৬০/৭২ ভোল্ট মোটর। প্রতি চার্জে ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে বলে দাবি সংস্থার। স্কুটারের ওজন ৯০ কেজি এবং লোডিং ক্যাপাসিটি ১৮০ কেজি। দু’চাকাতেই রয়েছে বাইকের মতো ডিস্ক ব্রেক, যা পিচ্ছিল রাস্তায় স্কুটির নিয়ন্ত্রণ ঠিক রাখবে। সাসপেনশনের ক্ষেত্রে সামনে টেলিস্কপিক এবং পিছনে শক অ্যাবসর্বার রয়েছে।
এই ইলেকট্রিক স্কুটারে ফিচার্স হিসাবে পাবেন অ্যান্টি থেফট অ্যালার্ম, সেন্ট্রাল লকিং, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ, অটো-রিপেয়ার সুইচ, ইউএসবি চার্জার এবং ডিজিটাল ডিসপ্লে। সংস্থার তরফে দুই ব্যাটারি প্যাকের সঙ্গেই ১০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি অফার দেওয়া হয়েছে।
Zelio X Men 2.0 ইলেকট্রিক স্কুটারের দাম
ইলেকট্রিক স্কুটারের ৬০ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক ভ্যারিয়েন্টের দাম ৭১,৫০০ টাকা। ৬০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক মডেলের দাম ৮৭,৫০০ টাকা এবং ৭৪ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক মডেলের দাম ৯১,৫০০ টাকা। সব মূল্য এক্স-শোরুমের।