যাত্রী সুরক্ষায় এবার শীর্ষে Mahindra, ক্র্যাশ টেস্টে 5 স্টার পেল Thar সহ আরও দুই গাড়ি
নতুন লঞ্চ হয়েছে মাহিন্দ্রা থার রক্স। সম্প্রতি সেফটি পরীক্ষায় সর্বাধিক ৫ স্টার রেটিং পেয়েছে গাড়িটি। এছাড়া সংস্থার আরও দুটি গাড়ি ভারত এনক্যাপ পরীক্ষায় দারুণ ফলাফল করেছে।
কথায় আছে সেফটি ফার্স্ট। সেই উক্তি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছে মাহিন্দ্রা। সম্প্রতি ভারত এনক্যাপ (Bharat NCAP) সেফটি পরীক্ষায় তিনটি গাড়ি পাঠায় তারা। যার মধ্যে একটি রয়েছে নতুন লঞ্চ হওয়া থার রক্স। অবাক করার বিষয় হল, তিনটি গাড়িই ৫ স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে। গাড়িগুলি হল - থার রক্স, এক্সইউভি ৩এক্সও এবং এক্সইউভি ৪০০ ইভি। শেষ মডেলটি একটি ইলেকট্রিক গাড়ি।
সেফটির বিচারে মাহিন্দ্রার সেরা ৩ গাড়ি
কিছুদিন আগেই লঞ্চ হয়েছে মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx)। এই এসইউভি গাড়ি গ্লোবাল এনক্যাপের পাশাপাশি ভারত এনক্যাপেও ৫ স্টার নিরাপত্তা রেটিং অর্জন করতে পেরেছে। অ্যাডাল্ট সেফটিতে ৩২ এর মধ্যে ৩১.০৯ পয়েন্ট এবং চাইল্ড সেফটিতে ৪৯ এর মধ্যে ৪৫ পয়েন্ট পেয়েছে থার রক্স।
এই রাফ এন্ড টাফ এসইউভি-র যে সেফটি ফিচার্স রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য - গাড়ির অটো ডিমিং আইআরভিএম, চার চাকাতেই ডিস্ক ব্রেক, ট্র্যাকশন কন্ট্রোল, ৬টি এয়ারব্যাগ, লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ইত্যাদি।
মাহিন্দ্রা ৩এক্সও (Mahindra 3XO) গাড়িটিও নতুন। এ বছরই বাজারে এসেছে। এই গাড়ি অ্যাডাল্ট সেফটিতে ৩২ এর মধ্যে ২৯.৩৬ এবং চাইল্ড সেফটিতে ৪৯ এর মধ্যে ৪৩ পয়েন্ট পেয়েছে। এই গাড়িটিও ভারত এনক্যাপ পরীক্ষায় ৫ স্টার নিরাপত্তা রেটিং অর্জন করতে পেরেছে। গাড়ির অন্যতম সেফটি ফিচার্সগুলি হল - ৬টি এয়ারব্যাগ, রিয়ার ডিস্ক ব্রেক, ইএসপি, এবং ISOFIX অ্যাঙ্কর, অটো-হোল্ড, হিল-স্টার্ট এবং হিল ডিসেন্ট অ্যাসিস্ট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড স্পট মনিটর এবং লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম।
সবশেষ যে গাড়িটি ৫ স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে সেটি হল মাহিন্দ্রা এক্সইউভি ৪০০ ইভি (Mahindra XUV400 EV)। এটি একটি ইলেকট্রিক গাড়ি। দু’ধরনের ব্যাটারি প্যাক বিকল্পের সঙ্গে বিক্রি হয়। এটি অ্যাডাল্ট সেফটিতে ৩২ এর মধ্যে ৩০.৩৮ এবং চাইল্ড সেফটিতে ৪৯ এর মধ্যে ৪৩ পয়েন্ট পেয়েছে। এতেও একই সেফটি ফিচার্স রয়েছে যা আগের দুটি গাড়িতে যুক্ত করেছে মাহিন্দ্রা। এক্সইউভি ৪০০ ইভির রেঞ্জ ফুল চার্জে ৪৫৬ কিলোমিটার।