নতুন বছরের আগে ৩৫০ সিসির দুর্দান্ত বাইক আনল রয়্যাল এনফিল্ড, দেখলে ফিদা হবেন!

Royal Enfield Goan Classic 350 চারটি রংয়ের বিকল্পে পাওয়া যাবে- রেভ রেড, ট্রিপ টিল, পার্পল হেজ এবং শক ব্ল্যাক।

Update: 2024-11-21 06:54 GMT

Royal Enfield Goan Classic 350 Launch Date

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক বাইক স্ট্যান্ডার্ড ক্লাসিক মডেলের থেকে বেশ আলাদা। এটির সিটের উচ্চতা কম, ববার স্টাইল ডিজাইন এবং নতুন ফিচারে ভরপুর। আসন্ন মটোভার্স ইভেন্টে লঞ্চ হবে এই মোটরসাইকেল।

আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করার আগে এদিন উন্মোচিত হল রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ (Royal Enfield Goan Classic 350)। আসন্ন মটোভার্স ইভেন্ট, যা গোয়াতে প্রতিবছর আয়োজন করা হয় সেখানে এই বাইক লঞ্চ করবে রয়্যাল এনফিল্ড। এটি স্ট্যান্ডার্ড ক্লাসিক মডেলের থেকে বেশ আলাদা। বাইকের লুক অনেকটাই ববার স্টাইল ডিজাইনের মতো, পাশাপাশি সিটের উচ্চতা কম এবং ঠাসা ফিচার্স রয়েছে।

গোয়ার মানুষের জীবনশৈলীর সঙ্গে মানানসই এই বাইক বলে দাবি এনফিল্ডের। বাইকের যে পিলিওন সিট রয়েছে তা খুলে নেওয়ার সুযোগ থাকবে। অথেন্টিক ববার লুক সম্পন্ন এই বাইকে স্ট্যান্ডার্ড ক্লাসিক মডেলের তুলনায় বেশি ফিচার্সও পাওয়া যাবে। মোটরসাইকেলের সিটের উচ্চতা ৭৫০ মিলিমিটার। যেখানে স্ট্যান্ডার্ড ক্লাসিক মডেলের সিটের উচ্চতা ৮০০ থেকে ৮০৫ মিলিমিটার।

রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০ চারটি রংয়ের বিকল্পে পাওয়া যাবে- রেভ রেড, ট্রিপ টিল, পার্পল হেজ এবং শক ব্ল্যাক। রয়্যাল এনফিল্ডের লোগো ডিজাইন করা থাকবে গোল্ড এবং সিলভার ফিনিশের সঙ্গে। এই বাইকটি স্ট্যান্ডার্ড ক্লাসিক ৩৫০ এর একটি প্রিমিয়াম ভার্সন হিসাবে বাজারে হাজির করতে পারে সংস্থা। ইঞ্জিন শক্তি থাকছে একই।

৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ২০ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে মিলবে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকে ফিচার্স রয়েছে LED ইন্ডিকেটর, সামনে টেলিস্কপিক ও পিছনে টুইন শক অ্যাবসর্বার সাসপেনশন এবং ব্রেকিংয়ের জন্য ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

এই মুহূর্তে বাজারে স্ট্যান্ডার্ড রয়্যাল এনফিল্ড ক্লাসিকের দাম ১.৯৩ লাখ টাকা থেকে ২.২৫ লাখ টাকা (এক্স-শোরুম)। নতুন রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিকের দাম আসন্ন মটোভার্স ইভেন্টে ঘোষণা করবে সংস্থা। তবে সূত্রের খবর, বাইকের দাম ২.১০ লাখ টাকার আশেপাশে থাকতে পারে।

Tags:    

Similar News