তরুণ প্রজন্মের প্রিয় টিভিএস অ্যাপাচি ১৬০ নতুন ফিচার্স ও প্রযুক্তির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
TVS Apache RTR 160 বাইকের নতুন আপডেট ভার্সন লঞ্চ করল সংস্থা। বাইকের দাম আগের মডেলের থেকে কয়েক হাজার টাকা বাড়ানো হয়েছে। শোরুমে এবার থেকে নতুন আপডেট ভার্সনটি পাবেন ক্রেতারা।
টিভিএসের সবথেকে জনপ্রিয় মোটরবাইক অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি (TVS Apache RTR 160 4V) এর নতুন আপডেট ভার্সন ভারতে লঞ্চ হল। সংস্থার দাবি, আগের তুলনায় পারফরম্যান্স বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অ্যাডভান্স ফিচার্স যুক্ত করা হয়েছে বাইকে। দেশের বাজারে এই বাইকের প্রতিপক্ষরা হল - হোন্ডা সিবি হর্নেট, হিরো এক্সট্রিম ১৬০, বাজাজ পালসার এন১৬০।
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি বাইকে নতুন কী?
টিভিএস জানিয়েছে, এই ফিচার্সগুলি বাইক চালকদের ভালো ও মনোরম অভিজ্ঞতা দেবে। এতে নতুন TVS SmartXonnect প্রযুক্তি যোগ করা হয়েছে, যার মাধ্যমে ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন দুটোর সুবিধাই পাওয়া যাবে। এর সঙ্গে কল, SMS ও ভয়েস এলার্ট ফিচারও রয়েছে। টিভিএসের এই বাইকে আরও একটি নতুনত্ব গ্লাইড থ্রু টেকনোলজি বা জিটিটি। তীব্র যানজটে ব্রেক ও ক্লাচ লিভারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করবে।
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি’র ইঞ্জিন ক্যাপাসিটি
ইঞ্জিন স্পেসিফিকেশন সেরকম কোনও পরিবর্তন করেনি সংস্থা। বাইকে মিলবে ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ১৭.৩ হর্সপাওয়ার এবং ১৪.৮ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে মিলবে ৫ স্পিড গিয়ার। বাইকের সামনে রয়েছে টেলিস্কপিক সাসপেনশন ও পিছনে মনোশক। মিলবে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে - স্পোর্ট, আরবান এবং রেইন।
নতুন টিভিএস অ্যাপাচি ১৬০ এর দাম
আগের মডেলের থেকে বাইকের দাম ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি’র দাম ১.৪০ লাখ টাকা (এক্স-শোরুম)। এছাড়াও বাইকটি বেশ কিছু নতুন রংয়ে পাওয়া যাবে - গ্রানাইট গ্রে, ম্যাট ব্ল্যাক, পার্ল হোয়াইট, স্পোর্টি রেস অনুপ্রাণিত গ্রাফিক্স, গোল্ডেন USD ফর্ক এবং রেড অ্যালয় হুইল।