হাতে 1 লাখ থাকলেই Tata Punch CNG গাড়ি আপনার, কলকাতায় ডাউন পেমেন্ট ও EMI দেখে নিন

ভারতে Tata Punch CNG এর দাম ৭,২২,৯০০ টাকা (এক্স-শোরুম)। কলকাতায় এই গাড়ির পিওর সিএনজি ভ্যারিয়েন্টের আরটিও ফি ৭৫,২৭০ টাকা এবং ইনস্যুরেন্স ফি ৪০,২৫০ টাকা। এভাবে অন-রোডে গাড়িটি কিনতে পারবেন ৮,৩৮,৯২০ টাকায়।

Update: 2024-11-17 09:05 GMT

আপনি কি কম দামে দীর্ঘ মাইলেজ দেওয়া কোনো গাড়ি খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখানে আমরা টাটার একটি গাড়ির কথা বলবো যেটি সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ভালো মাইলেজ দেবে। আর এই গাড়ির নাম Tata Punch CNG। আসুন গাড়িটির কলকাতায় অন-রোড দাম কত এবং এটি ইএমআই দিয়ে কিনতে চাইলে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে জেনে নেওয়া যাক।

Tata Punch CNG গাড়ির কলকাতায় দাম, ইএমআই ও ডাউন পেমেন্ট

ভারতে টাটা পাঞ্চ সিএনজি এর দাম ৭,২২,৯০০ টাকা (এক্স-শোরুম)। কলকাতায় এই গাড়ির পিওর সিএনজি ভ্যারিয়েন্টের আরটিও ফি ৭৫,২৭০ টাকা এবং ইনস্যুরেন্স ফি ৪০,২৫০ টাকা। এভাবে অন-রোডে গাড়িটি কিনতে পারবেন ৮,৩৮,৯২০ টাকায়।

কলকাতায় কত ডাউন পেমেন্টে পাওয়া যাবে Tata Punch

টাটা পাঞ্চের বেস ভ্যারিয়েন্ট কিনতে গেলে ডাউন পেমেন্ট করতে হবে ১ লক্ষ টাকা। অর্থাৎ আপনাকে ৭,৩৮,৯২০ টাকা ঋণ নিতে হবে। ৫ বছরের জন্য প্রতি মাসে ১০ শতাংশ সুদে ঋণ নিলে মোট ৬০টি ইএমও পরিশোধ করতে হবে। এরজন্য প্রতি মাসে দিতে হবে ১৫,৭০০ টাকা। এক্ষেত্রে সুদ হিসেবে ২,০৩,৭২ টাকা দিতে হবে।

টাটা পাঞ্চ সিএনজিতে এই ফিচারগুলি রয়েছে

টাটা পাঞ্চ গাড়িতে আছে ১.২ লিটারের রেভোট্রন ইঞ্জিন, যা ৬০০০ আরপিএমে ৮৬ পিএস পাওয়ার এবং ৩৩০০ আরপিএমে ১১৩ এনএম টর্ক তৈরি করতে পারে। এতে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স আছে। টাটা পাঞ্চ ম্যানুয়াল ট্রান্সমিশন সহ ১৮.৯৭ কিমি এবং অটোমেটিক ট্রান্সমিশনের সাথে ১৮.৮২ কিমি লিটার প্রতি মাইলেজ দেয়।

টাটা পাঞ্চে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটোমেটিক এয়ার কন্ডিশনিং, অটোমেটিক হেডলাইট, কানেক্টেড কার টেকনোলজির মতো অনেক ফিচার রয়েছে। গাড়িটি শক্তিশালী বডি, দুর্দান্ত ডিজাইন এবং দুর্দান্ত ফিচারের জন্য ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

Tags:    

Similar News