৪৪০ সিসির নতুন ইঞ্জিন প্রস্তুত রয়্যাল এনফিল্ডের! এবার কোন বাইক আসছে বাজারে?
নতুন বাইক আনছে Royal Enfield। এটি একটি ৪৪০ সিসির মোটরসাইকেল হতে চলেছে। ইতিমধ্যে জোর কদমে তার প্রস্তুতি শুরু করে ফেলেছে সংস্থা। লঞ্চ হতে পারে ২০২৫ সালেই।
ভালোই ব্যস্ততার সঙ্গে এখনও অবধি এ বছর কেটেছে রয়্যাল এনফিল্ডের। বেশ কিছু নতুন বাইক লঞ্চ করেছে তারা। চলতি মাসেই বাজারে এসেছে নতুন ইন্টারসেপটার বিয়ার ৬৫০। এবার ৪৪০ সিসির নতুন স্ক্র্যাম্বলার বাইক নিয়ে প্রস্তুতি শুরু করল সংস্থা। এটি বর্তমান স্ক্র্যাম ৪১১ মডেলকে প্রতিস্থাপন করতে চলেছে।
ডিজাইনের নিরিখে একদম নতুন সাজে, একগুচ্ছ নতুন রঙ আর ফিচারের সঙ্গে বাজারে হাজির হতে চলেছে স্ক্র্যাম ৪৪০। বাইকে পাওয়া যাবে ৪৪৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ২৫ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারবে। আগের মডেলের থেকে টর্কও বেশি পাওয়া যাবে। যদিও ৫ স্পিড গিয়ারবক্স একই থাকবে।
জানা গিয়েছে, বাইকের চেসিস নিয়েও কাজ করছে রয়্যাল এনফিল্ড। শহরের মধ্যে এটি চালাতে বাইকারদের কোনও সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে চায় সংস্থা। সাধারণত এই ধরনের বাইক অফ-রোডিংয়ের ক্ষেত্রেই বেশি ব্যবহার হয়। কিন্তু, সিটি রাইডিংয়ে আজকাল অনেকেই হাইয়ার সিসি বাইকের ব্যবহার করছেন।
ইঞ্জিন ক্যাপাসিটি বেশি হলেও বাইকের বাকি হার্ডওয়্যার পার্টসে কোনও বদল থাকছে না। স্ক্র্যাম ৪১১-তে যা যা পাওয়া যায় সেটাই থাকবে নতুন মডেলে। প্রসঙ্গত, চলতি বছর এরকমই আপডেটেড বাইক লঞ্চ করেছে সংস্থা। এটি হল হিমালয়ান ৪৫০। পুরনো হিমালয়ান মডেলকে প্রতিস্থাপন করে শোরুমে হাজির করা হয়েছে নতুন হিমালয়ান। ঠিক স্ক্র্যাম ৪১১ মডেলের সঙ্গেও সেটাই হতে চলেছে।
যাঁরা এই বাইক আগামীদিনে কিনতে যাবেন তাঁরা আর কিছুদিন অপেক্ষা করে যেতে পারেন। কারণ ২০২৫ সালেই বাজারে হাজির হবে নতুন স্ক্র্যাম ৪৪০। এই বাইকের ফিচারেও বদল করতে চলেছে সংস্থা। হিমালয়ান বাইকে যে TFT ডিসপ্লে রয়েছে সেটা ব্যবহার করা হবে এই বাইকে। মিলবে ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন সাপোর্ট ইত্যাদি।
সূত্রের খবর, ২০২৫ সালের প্রথমার্ধে লঞ্চ হবে নতুন স্ক্র্যাম্বলার ৪৪০ মোটরসাইকেল। দাম হতে পারে ২.১০ লাখ থেকে ২.২০ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে। যত দিন যাবে বাইক সম্পর্কিত আরও তথ্য জানা যাবে।