Mercedes-AMG C63 S E Performance: ভারতে চোখ ধাঁধানো গাড়ি লঞ্চ করল মার্সিডিজ, রয়েছে অত্যাধুনিক হাইব্রিড ইঞ্জিন, দাম কত
মার্সিডিজ AMG C63-এর সর্বশেষ লেটেস্ট হাইব্রিড গাড়ি লঞ্চ হল ভারতে। চার সিলিন্ডার ইঞ্জিন রয়েছে গাড়িতে, সঙ্গে চোখ ধাঁধানো ডিজাইন এবং ফিচার্স।
দেশে নতুন গাড়ি আনল মার্সিডিজ। এদিন লঞ্চ হল এএমজি সিরিজের নতুন মডেল C63 S E পারফরম্যান্স। সি-ক্লাস সেডানের পারফরম্যান্স মডেল এই গাড়ি। তবে এটি ভারতে আনতে ২ বছর সময় লেগে গেল কোম্পানির। কারণ ২০২২ সালে গাড়িটি আন্তর্জাতিক বাজারে উন্মোচন করেছিল মার্সিডিজ। টুইন টারবো চার্জ V8 ইঞ্জিন বাদ দিয়ে গাড়িতে ব্যবহার করা হয়েছে চার সিলিন্ডার ইঞ্জিন, সঙ্গে হাইব্রিড সেটআপ। জানা গিয়েছে, গাড়ির ডেলিভারি শুরু হবে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে।
মার্সিডিজ AMG C63 S E পারফরম্যান্স : ফিচার্স ও ইঞ্জিন
প্যানামেরিকানা গ্রিল, নতুন বাম্পার, চওড়া সাইড স্কার্ট, ২০ ইঞ্চি অ্যালয়, রিয়ার ডিফিউজার এবং কোয়াড এক্সজস্ট বৈশিষ্ট্যগুলি নতুন যোগ করা হয়েছে এই চার চাকায়। ভিতরে রয়েছে C63-এর সি-ক্লাসের মতো একই ইন্টিরিয়র লেআউট, সঙ্গে ১২.৩ ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং হেড-আপ ডিসপ্লে। এছাড়া দেওয়া হয়েছে ১৫টি স্পিকার-সহ Burmester 3D সাউন্ড সিস্টেম। স্পোর্টস সিট এবং স্পোর্টিয়ার ইন্টেরিয়র ট্রিম দিয়ে সাজানো গাড়ির কেবিনরুম।
ইঞ্জিনের ক্ষেত্রে AMG C 63 S E পারফরম্যান্সে রয়েছে ২ লিটার লিটার চার সিলিন্ডার ইঞ্জিন-সহ একটি বৈদ্যুতিক নিষ্কাশন গ্যাস টার্বোচার্জার। ইঞ্জিনটি সর্বাধিক ৪৬৯ হর্সপাওয়ার এবং ৫৪৫ এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়িতে রয়েছে ৯ স্পিড অটোমেটিক গিয়ারবক্স। এছাড়া এতে ৬.১ কিলোয়াট আওয়ার ব্যাটারিও রয়েছে। গাড়ির ইলেকট্রিক মোটর সর্বাধিক ২০১ হর্সপাওয়ার এবং ৩২০ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। পেট্রল ইঞ্জিন ছাড়া শুধু ব্যাটারিতে গাড়িটি ১৩ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে।
চার চাকাটির সর্বোচ্চ গতি ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ৩.৪ সেকেন্ড।
মার্সিডিজ AMG C63 S E পারফরম্যান্স : দাম
মার্সিডিজের এই হাইব্রিড সি-ক্লাস সেডানের দাম ১.৯৫ কোটি টাকা (এক্স-শোরুম)। ২০২৫ সালে জুনের পর শুরু হবে গাড়ির ডেলিভারি।