অভিশাপ কাটল মারুতির! সংস্থার ইতিহাসে প্রথমবার ক্র্যাশ টেস্টে ৫ স্টার পেল এই গাড়ি
Maruti Suzuki Dzire Scores Five Star Rating - ক্র্যাশ টেস্টে ৫ স্টার রেটিং পেল নতুন মারুতি সুজুকি ডিজায়ার। এই প্রথম সংস্থার কোনও গাড়ি গ্লোবাল এনক্যাপ পরীক্ষায় অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে ৫ স্টার অর্জন করল।
গাড়ির সেফটি যাচাই করার জন্য করা হয় ক্র্যাশ টেস্ট। কিন্তু, সেই পরীক্ষায় ধারাবাহিক ভাবে বাজে ফলাফল করে এসেছে মারুতি সুজুকি। তবে এবার সেই দুর্নাম ঝেড়ে ফেলল সংস্থা। সেফটি পরীক্ষায় ৫ স্টার পাওয়ার জন্য অনেকদিন আগে থেকেই তৎপরতা দেখানো শুরু করেছিল সুজুকি। তার ফলাফল এবার হাতেনাতে। ক্র্যাশ টেস্টে ৫ স্টার রেটিং পেল নতুন মারুতি সুজুকি ডিজায়ার। এই প্রথম সংস্থার কোনও গাড়ি গ্লোবাল এনক্যাপ পরীক্ষায় অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে ৫ স্টার অর্জন করল।
অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে ৫ স্টার এবং চাইল্ড সেফটি রেটিংয়ে ৩ স্টার পেয়েছে গাড়িটি। ২০১৩ সালে গ্লোবাল এনক্যাপ পরীক্ষায় ০ স্টার পেয়েছিল মারুতির গাড়ি। ৫ স্টার রেটিং পেতে প্রায় ১১ বছর অপেক্ষা করতে হল সংস্থাকে।
উল্লেখ্য, সম্প্রতি বাজারে এসেছে মারুতি ডিজায়ার গাড়ির চতুর্থ জেনারেশন। এই সেডানে সেফটি ফিচার আগের থেকে অনেক বেশি পরিবর্তন করা হয়েছে। অবাক করার বিষয় হল, সংস্থা নিজে থেকেই গাড়িটি পরীক্ষা করানোর জন্য গ্লোবাল এনক্যাপের কাছে ভলান্টিয়ার করেছে।
এর আগে গাড়িটির সেফটি পরীক্ষা হলে সেখানে মাত্র ২ স্টার পেয়েছিল সেটি। সোশ্যাল মিডিয়ায় মারুতির নিম্ন মানের সেফটি নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছিলেন। অবশেষে সেই অভিশাপ কাটল মারুতি সুজুকির।
নতুন মারুতি সুজুকি ডিজায়ারের সেফটি ফিচার্স
গাড়িতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ৩ পয়েন্ট সিটবেল্ট, চাইল্ড রেসিস্ট্যান্ট সিস্টেম-সহ একাধিক বৈশিষ্ট্য। যা গাড়িটিকে সেফটির দিক দিয়ে মজবুত করে তুলেছে। অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে ৩৪ পয়েন্টের মধ্যে ৩১.২৪ পয়েন্ট পেয়েছে গাড়িটি। চাইল্ড সেফটি রেটিংয়ে ৪৯ এর মধ্যে ৩৯.২০ পয়েন্ট অর্জন করেছে ডিজায়ার।
প্রসঙ্গত, এর আগে মারুতির একাধিক গাড়ি ০ এবং ১ স্টারেই থেমে গিয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে মারুতি ভিটারা সবথেকে বেশি ৪ স্টার পেয়েছিল। ৬ বছর পর অবশেষে মারুতির সুজুকির কোনও গাড়ি গ্লোবাল এনক্যাপ সেফটি পরীক্ষায় ৫ স্টার রেটিং অর্জন করল।