২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক! Suzuki বাইক কেনার সেরা সময়
সুজুকির বাইক কেনার পরিকল্পনা থাকলে এটাই সেরা সুযোগ। কারণ চলতি মাসে পাঁচটি মডেলের উপর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
ভারতে মোটরসাইকেলের উপর নতুন অফার ঘোষণা করল Suzuki। পাঁচটি মডেলের উপর ক্যাশব্যাক, এক্সচেঞ্জ ইনসেন্টিভ এবং এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই বাইকগুলি হল - সুজুকি Gixxer, Gixxer SF 150, Gixxer 200, Gixxer 250 এবং V-Strom SX। জাপানি প্রস্তুতকারক সংস্থা ১০ বছর পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টি-সহ ২০ হাজার টাকা ক্যাশব্যাক অফার রেখেছে। গিক্সার, গিক্সার এসএফ এবং ভি-স্টর্ম এসএক্স বাইকের জন্য ১০ হাজার টাকা এবং গিক্সার ২৫০ ও গিক্সার এসএফ ২৫০ বাইকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
বাইকগুলির স্পেসিফিকেশন
সুজুকি গিক্সার এবং গিক্সার এসএফ-এ একই ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ৮০০০ আরপিএম-এ সর্বাধিক ১৩.৬ পিএস শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ১৩.৮ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকগুলিতে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক সাসপেনশন। দু’চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক।
অন্যদিকে, গিক্সার ২৫০ এবং গিক্সার এস ২৫০ বাইকে রয়েছে ২৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৯৩০০ আরপিএম-এ সর্বাধিক ২৬.৫ পিএস শক্তি এবং ২২.২ এনএম টর্ক তৈরি করতে পারে। দুই বাইকেই রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।
সুজুকি ভি-স্টর্ম বাইকেও গিক্সার ২৫০ এবং গিক্সার এসএফ ২৫০-এর মতো একই ইঞ্জিন স্পেসিফিকেশন রয়েছে। এছাড়াও পাওয়া যাবে একটি লম্বা উইন্ডস্ক্রিন এবং অ্যাডভেঞ্চার স্টাইলের ট্যাঙ্ক। বাজারে এই বাইকের প্রতিদ্বন্দী কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার।
বাইকগুলির দাম
সুজুকি গিক্সারের দাম ১,৩৪,৮০০ টাকা থেকে শুরু হচ্ছে। গিক্সার এসএফ মডেলের দাম ১,৩৭,১০০ টাকা। অন্যদিকে, গিক্সার ২৫০ এবং গিক্সার এসএফ ২৫০ বাইকদুটির দাম যথাক্রমে : ১,৮১,৪০০ টাকা এবং ১,৯২,১০০ টাকা। সবশেষ সুজুকি ভি-স্টর্ম এসএক্স মডেলের দাম ২,১১,৬০০ টাকা। উল্লেখিত সমস্ত দাম এক্স-শোরুমের।