জানুয়ারিতে আসছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটার Ola S1 Gen3, দাম থাকবে ১ লাখের কম

বছর গড়ালেই বাজারে আসবে ওলা ইলেকট্রিকের নতুন ইলেকট্রিক স্কুটার Ola S1 Gen3। সম্পূর্ণ আলাদা ধাঁচে এই স্কুটার তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থা। দাম থাকবে ১ লাখ টাকার মধ্যে।

Update: 2024-11-15 17:11 GMT

জানুয়ারিতে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করে দিল Ola। সংস্থার নতুন Gen3 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এই দু চাকাগুলি বানানো হবে। প্রথমে এটি মার্চ-এপ্রিল নাগাদ লঞ্চ করবে বলে ঠিক করেছিল ওলা, কিন্তু সেই তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ওলার তরফ থেকে জানানো হয়েছে, Gen3 এর S1 ইলেকট্রিক স্কুটারগুলি জানুয়ারি থেকেই বাজারে ছাড়া হবে।

Ola Electric Gen3 প্ল্যাটফর্ম

এই জেন৩ প্ল্যাটফর্মে বেশ কিছু নতুন ফিচার্স দেখা যাবে। যেমন নতুন ম্যাগনেটলেস মোটর, সিঙ্গেল বোর্ড ইলেক্ট্রনিক্স ইত্যাদি। ওলা জানিয়েছে, চলতি বছরের আগস্টে জেন৩ প্ল্যাটফর্ম বাস্তবায়িত করার কাজ শুরু করা হয়। সংস্থার মতে, আগামী ১২ মাসে জেন৩ প্লাটফর্ম বিল অফ মেটিরিয়াল ২০ শতাংশ কমানোর পাশাপাশি সামগ্রিক পারফরম্যান্স ২৬ শতাংশ বৃদ্ধি করতে সাহায্য করবে।

সংস্থা আরও জানিয়েছে, ১ লাখ টাকার রেঞ্জের স্কুটিগুলির বিক্রি সবথেকে বেশি হচ্ছে। প্রতি ত্রৈমাসিকে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে কম দামি স্কুটারগুলির বিক্রি। তাই জানুয়ারিতে যে নতুন লট ওলা নিয়ে আসতে চলেছে তার দামও আশা করা হচ্ছে ১ লাখ টাকার আশেপাশে থাকবে।

উল্লেখ্য, স্কুটির পাশাপাশি ইলেকট্রিক মোটরসাইকেল নিয়েও আসার প্রস্তুতি চালাচ্ছে ওলা। সংস্থার প্রথম ওলা রোডস্টার বাইক লঞ্চ হবে আগামী বছর। আগামী ২ বছরের মধ্যে ২০টি নতুন টু হুইলার লঞ্চ করার পরিকল্পনা রেখেছে ওলা। এর মধ্যে যেমন নতুন স্কুটার রয়েছে, তেমনই রয়েছে ইলেকট্রিক বাইক। দু চাকার পর তিন চাকাও আনতে চলেছে ওলা। এই তথ্য নিশ্চিত করেছেন খোদ সংস্থার সিইও ভাবিশ আগারওয়াল।

২০২৫ সালে ওলা এস১ এর একাধিক নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। এছাড়া এস২ এবং এস৩ স্কুটারও লঞ্চ হবে। এস৩ লাইনআপে দুটি ম্যাক্সি স্টাইল স্কুটার রয়েছে। ওলা রোডস্টারের পর ২০২৬ সালে ওলা রোডস্টার প্রো ইলেকট্রিক বাইক লঞ্চ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Tags:    

Similar News