Ather Energy: ফ্রীতে পাওয়া যাবে এই পরিষেবা, ইলেকট্রিক স্কুটার ক্রেতাদের দিওয়ালি গিফ্ট এথারের

By :  techgup
Update: 2021-11-04 18:00 GMT

দিওয়ালির দিনে নিজের গ্রাহকদের দুর্দান্ত উপহার দেওয়ার কথা জানালো এথার এনার্জি (Ather Energy)। কি সেই উপহার? দিওয়ালি বোনাঞ্জা হিসেবে নিজেদের সমস্ত ইলেকট্রিক স্কুটারে সম্পূর্ণ বিনামূল্যে কানেক্টিভিটি ফিচার দেওয়ার কথা জানালো সংস্থাটি। গ্রাহকদের কাছে যা অবশ্যই একটি খুশির খবর। আগামী ছয় মাস পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করেছে Ather।

সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও তরুণ মেহেতা আজ সোশ্যাল মিডিয়াতে এ কথা জানিয়েছেন। তিনি এও বলেছেন যে, বৈদ্যুতিক যানবাহন ও কানেক্টিভিটি হচ্ছে একে অপরের পরিপূরক। পাশাপাশি নিজেদের বিদ্যমান 'Ather Connect'-কেও পুনরায় ডিজাইন করার কথা ঘোষণা করেছে তারা, যা সংস্থার সমস্ত বৈদ্যুতিক স্কুটারের ইউজার ইন্টারফেস (UI) হিসেবে রয়েছে।

তরুণ আরো যোগ করেছেন, “Ather Connect-কে উন্নত এবং নির্ঝঞ্ঝাট করার জন্য আমাদের একটি উচ্চাকাঙ্ক্ষা রয়েছে – রুট প্ল্যানিং, নেভিগেশন, চার্জিং, সার্ভিসিং এবং কাস্টমাইজেশন থেকে শুরু করে সমস্ত কিছুই রাখা হবে এতে। আশা করছি UI রিডিজাইন সহ কিছু পরিবর্তনের মাধ্যমে এতে নতুন ফিচার চালু করতে আমরা সফল হব।”

Ather-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “১৫ নভেম্বর ২০২১ থেকে ১৫ মে ২০২২ পর্যন্ত Ather Connect Pro ফিচারটি ৪৫০এক্স, ৪৫০ প্লাস এবং ৪৫০ স্কুটারের সমস্ত বিদ্যমান এবং নতুন গ্রাহকদের বিনামূল্যে দেওয়া হবে। যদি আপনার কাছে সক্রিয় কানেক্ট লাইট/প্রো সাবস্ক্রিপশন থেকে থাকে তবে সেটি বদলে অতিরিক্ত টাকাটি ফেরৎ দিয়ে দেওয়া হবে।”

প্রসঙ্গত, বেঙ্গালুরু-বেসড ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী Ather Energy হচ্ছে ভারতের অন্যতম স্টার্টআপ সংস্থা। বর্তমানে তারা কেবল বৈদ্যুতিক স্কুটার তৈরি করছে। তবে আগামী দিনে নিজেদের লাইনআপে নতুন ফিচারসহ আরও উন্নত স্কুটার ও বাইক আনতে পারে স্টার্টআপটি। সাথে আগামী মার্চের মধ্যে দেশের নতুন ৫০টি শহরে নিজেদের ব্যবসা চালু করার কথা জানিয়েছে Ather।

Tags:    

Similar News