Mahindra Scorpio-N এর সম্ভার বাড়িয়ে লঞ্চ হল পাঁচ নতুন ভ্যারিয়েন্ট, অত্যাধুনিক সেফটি ফিচার্স পাবেন গ্রাহকরা

By :  SUMAN
Update: 2022-12-28 05:54 GMT

একবিংশ শতাব্দীর যত দিন গড়াচ্ছে, ভারতে এসইউভি (SUV) গাড়ির প্রতি মানুষের ততই উৎসাহ বাড়ছে। ফলত বাজারে গাড়ি সংস্থাগুলিও তাদের বিকল্প বাড়ানোর কাজ জারি রেখেছে। যেমন এদেশের এসইউভি স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra) তাদের Scorpio-N গাড়ির একসাথে পাঁচটি নয়া ভ্যারিয়েন্ট লঞ্চ করল। যাদের দাম ১২.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এগুলি বেশকিছু আপডেট পেয়েছে। বস্তুত বাজারে এখন Mahindra Scorpio-N-এর মোট ৩০টি ভ্যারিয়েন্ট উপলব্ধ হল।

মাহিন্দ্রা স্করপিও-এন এর নতুন ভ্যারিয়েন্টগুলি হল – Z2 Petrol (E) MT, Z2 Diesel (E) MT, Z4 Petrol (E) MT, Z4 Diesel (E) MT ও Z4 Diesel (E) MT AWD। এদের এক্স-শোরুম মূল্য যথাক্রমে ১২.৪৯ লক্ষ টাকা, ১২.৯৯ লক্ষ টাকা, ১৩.৯৯ লক্ষ টাকা, ১৪.৪৯ লক্ষ টাকা ও ১৬.৪৯ লক্ষ টাকা।

Mahindra Scorpio-N নতুন ভ্যারিয়েন্টের ফিচার্স

নতুন Z2 রেঞ্জের মডেলগুলিতে হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল দেওয়া হয়েছে। এগুলিতে উপস্থিত ৬-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এছাড়া Z2 ও Z4 ভ্যারিয়েন্টগুলির ফিচারে কোনো পরিবর্তন ঘটানো হয়নি।

Mahindra Scorpio-N নতুন ভ্যারিয়েন্টের ইঞ্জিন

কারিগরি দিক থেকে Scorpio-N-এর নতুন ভ্যারিয়েন্টগুলির ইঞ্জিনে কোন আপডেট দেওয়া হয়নি। এতে উপস্থিত ২.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন থেকে ২০৩ এইচপি শক্তি এবং ২.২ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন থেকে ১৭৫ এইচপি শক্তি উৎপন্ন হবে। এগুলি ৬-স্পিড ম্যানুয়াল অথবা ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যায়। স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে রিয়ার হুইল ড্রাইভ (RWD), তবে অল হুইল ড্রাইভ (AWD) বিকল্প হিসেবে কেনা যাবে।

Mahindra Scorpio-N নতুন ভ্যারিয়েন্টের ডেলিভারি

প্রাথমিক পর্যায়ে মাহিন্দ্রা Scorpio-N-এর টপ ভ্যারিয়েন্ট Z8L-এর ডেলিভারির বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এদিকে সম্প্রতি গ্রাহকদের কাছে Z4-এর মডেলগুলি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। বর্তমানে এর অন্যান্য ভ্যারিয়েন্টের চাবি হাতে পেতে ৪-২৫ মাস অপেক্ষা করতে হয়।

Tags:    

Similar News