MG Cyberster Electric Sports Car: হাওয়ার সঙ্গে কথা বলবে গাড়ি! ভারতের বাজার কাঁপাতে আসছে দুর্ধর্ষ এমজি সাইবারস্টার
মাত্র ৩.২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে এমজি সাইবারস্টার ইলেকট্রিক গাড়ি। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে, ২০২৫ সালে ভারতে এই চার চাকা লঞ্চ হবে।
ইলেকট্রিক রোডস্টার MG Cyberster লঞ্চ হতে চলেছে ভারতে। সম্প্রতি গাড়ির টিজার প্রকাশ করেছে MG Motor India। ২০২৫ সালে দেশে এই ইলেকট্রিক গাড়ি আত্মপ্রকাশ করবে। এটি JSW-MG Motor India যৌথ উদ্যোগের প্রথম ইলেকট্রিক গাড়ি হতে চলেছে। ইতিমধ্যেই দেশে মডেলটি প্রদর্শন করেছে দুই সংস্থা। জানা গিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো-তে গাড়ির দাম প্রকাশ করা হবে।
MG Cyberster গাড়ির রেঞ্জ, ব্যাটারি ও গতি
সাইবারস্টার হল MG এর প্রথম ইলেকট্রিক রোডস্টার। গাড়ির ডিজাইন সম্পূর্ণ স্পোর্টস কারের মতো। রয়েছে দুটি সিট ও একটি ডুয়াল-ইলেকট্রিক মোটর সেটআপ। গাড়িটি সর্বাধিক ৫৩৬ হর্সপাওয়ার এবং ৭২৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সংস্থার দাবি অনুযায়ী, মাত্র ৩.২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। এতে রয়েছে ৭৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি, যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ৫৭৯ কিলোমিটার।
MG Cyberster গাড়ির ডিজাইন ও ফিচার্স
এমজি সাইবারস্টারে রয়েছে তীক্ষ্ণ এক্সটিরিয়র ডিজাইন। এই ইলেকট্রিক রোডস্টারের বিশেষত্ব হল এর প্রজাপতির মতো দরজা। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডুয়াল-টোন ২০ ইঞ্চি অ্যালয় হুইল, তীর-আকৃতির সংযুক্ত টেলল্যাম্প, একটি স্প্লিট ফ্রন্ট বাম্পার এবং ফাংশনাল এয়ার ডাক্ট।
সাইবারস্টার গাড়ির কেবিনে একটি অত্যাধুনিক স্টাইলিং সেটআপ রয়েছে। মিলবে ফ্ল্যাট-বটম টু-স্পোক স্টিয়ারিং হুইল। এছাড়া ফিচার্সের মধ্যে রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। গাড়ি সম্পর্কিত আরও ফিচার্স আগামীদিনে প্রকাশ করতে পারে সংস্থা।