Royal Enfield থেকে BSA Gold Star 650, সেরা 3 ক্রুজার মোটরসাইকেল আপনার কেনা উচিত

BSA Gold Star 650 - আপনি যদি ক্রুজার মোটরসাইকেল কেনার পরিকল্পনা করে থাকেন তবে বিএসএ গোল্ড স্টার 650 একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। ভারতের বাজারে গোল্ড স্টার 650 এর এক্স-শোরুম দাম শুরু হয়েছে 2.99 লক্ষ টাকা।

Update: 2024-12-23 15:21 GMT

ভারতীয়দের মধ্যে জ্বালানী সাশ্রয়ী কমিউটার বাইকের চাহিদা থাকায় ক্রুজার মোটরসাইকেল এদেশে খুব বেশি পাওয়া যায় না। তবে অনেকে ক্রুজার বাইক খোঁজ করেন। আপনিও যদি নতুন ক্রুজার মোটরসাইকেল কিনতে চান এবং আপনার বাজেট 3 লক্ষ টাকার কম হয়, তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা ভারতের বাজারে 3 লক্ষ টাকার কম দামে উপলব্ধ তিনটি ক্রুজার মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত জানাবো

BSA Gold Star 650

আপনি যদি ক্রুজার মোটরসাইকেল কেনার পরিকল্পনা করে থাকেন তবে বিএসএ গোল্ড স্টার 650 একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। ভারতের বাজারে গোল্ড স্টার 650 এর এক্স-শোরুম দাম শুরু হয়েছে 2.99 লক্ষ টাকা। ইঞ্জিনের কথা বললে, এটি 622 সিসি সিঙ্গল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন দ্বারা চালিত, যা সর্বোচ্চ 45bhp শক্তি এবং 55Nm এর পিক টর্ক উৎপন্ন করে।

Royal Enfield Meteor 350

Royal Enfield Meteor 350 ভারতীয় বাজারে একটি জনপ্রিয় ক্রুজার মোটরসাইকেল। ভারতীয় বাজারে এর প্রাথমিক এক্স-শোরুম দাম 2.05 লক্ষ টাকা। ইঞ্জিনের কথা বলতে গেলে, মোটরসাইকেলটি 349 সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন দ্বারা চালিত যা সর্বোচ্চ 20.2bhp শক্তি এবং 27Nm এর পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। মোটরসাইকেলটি মোট 4 টি ভ্যারিয়েন্ট এবং 12 টি কালার অপশনে উপলব্ধ।

Jawa 42 FJ

Jawa 42 FJ হল ভারতের বাজারে উপস্থিত বিলাসবহুল ক্রুজার মোটরসাইকেলের বিকল্প। পাওয়ারট্রেনের ক্ষেত্রে, এতে 334 সিসি সিঙ্গল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন আছে। ভারতের বাজারে জাভার এই মোটরসাইকেলটির প্রাথমিক এক্স-শোরুম মূল্য 1.99 লক্ষ টাকা।

Tags:    

Similar News