বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের ভক্তদের জন্য স্পেশাল জার্সি প্রকাশ করলো অ্যাডিডাস, কত দাম, কোথায় কিনবেন?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে বিরাট কোহলি, আক্ষর প্যাটেল থেকে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ রীতিমতো জ্বলে ওঠেন। ফলে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭ রানে পরাজিত করে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়।

By :  SUMAN
Update: 2024-07-31 11:05 GMT

ভারতীয় ক্রিকেট দল বিশ্ব মঞ্চে বহুবার দেশকে সন্মান এনে দিয়েছে। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্লু ব্রিগেডরা দুরন্ত পারফরম্যান্স করে ইতিহাস তৈরি করে। এরপর ভারতীয় দলকে বিভিন্ন মাধ্যম থেকে শুভেচ্ছা জানানো হয়। হাজার হাজার সমর্থকদেরকেও দীর্ঘদিন পর বিশ্বজয়ের স্বপ্নপূরণ মুহূর্তে আনন্দের আবেগে ভেসে যেতে দেখা যায়। এবার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস এই সাফল্যকে নিজেদের প্রচেষ্টার মধ্যে অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা করলো।

গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ব্লু ব্রিগেডদের হারের পর কোটি কোটি ভারতীয় ক্রিকেট ভক্তদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তবে এই বছর বার্বাডোস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়িয়ে ব্লু ব্রিগেডরা আবারও লড়াইয়ে ফিরে আসে। তারা টুর্নামেন্টে একের পর এক ম্যাচে জয় তুলে নেওয়ার পর শেষ পর্যন্ত ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ চূড়ান্ত ম্যাচে বিরাট কোহলি, আক্ষর প্যাটেল থেকে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ রীতিমতো জ্বলে ওঠেন।

ফলে শেষ পর্যন্ত প্রোটিয়াদের এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭ রানে পরাজিত করে ভারতীয় দল এই টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। এরপরই সমর্থকরা বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠেন। মুম্বাইয়ে রাস্তায় বিশ্বকাপ জয়ীদের রোড শোতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়া সরঞ্জাম বিনিয়োগকারী সংস্থা অ্যাডিডাস ভক্তদের জন্য প্রকাশিত নতুন জার্সির মাধ্যমে এই বিশ্বকাপ জয়কে সম্মান জানালো।

প্রকাশিত এই নীল সাদা জার্সির মাঝখানে বড়ো করে চ্যাম্পিয়ন লেখা আছে এবং তার নিচে সোনালী রঙের দুটো তারা ২০০৭ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের ইতিহাসকে তুলে ধরছে। এই টুর্নামেন্টের প্রথম মরসুমই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ব্লু ব্রিগেডরা চ্যাম্পিয়ন হয়েছিল যা ক্রিকেটপ্রেমীদের মনে এখনও জায়গা করে আছে। উল্লেখ্য এই বিশেষ জার্সিটি অ্যাডিডাসের ওয়েবসাইটে কিনতে পাওয়া যাচ্ছে এবং ভারতীয় বাজার মূল্যে ১৯৯৯ টাকা দাম রাখা হয়েছে। অন্যদিকে এবার আগামী বছর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট জয় করার লক্ষ্যে ভারতীয় দল প্রস্তুত হচ্ছে।

Tags:    

Similar News