Rohit Sharma: রোহিতকে মুম্বাই ছেড়ে বেরিয়ে আসার উপদেশ রায়ডুর,কোন দলে যোগ দেওয়া উচিত তাও জানালেন
বর্তমানে ভারতীয় ক্রিকেট তথা আইপিএলে (IPL 2024) রোহিত শর্মা (Rohit Sharma) উল্লেখযোগ্য একটি নাম। তিনি একজন প্রতিভাবান ব্যাটসম্যান হিসাবে নিজেকে তৈরি করেছেন। এছাড়াও তার মতো অধিনায়ক সাদা বলের ক্রিকেটে খুব কমই এসেছে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) রোহিত শর্মা দীর্ঘদিন সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তবে বর্তমানে এই দলের সাথে তার দূরত্ব তৈরি হওয়ায় টুর্নামেন্টের পরবর্তী মরসুমে অন্য দলে চলে যাওয়ার বিষয় গুঞ্জন শুরু হয়েছে। এবার এই বিষয়ে আম্বাতি রায়ডু (Ambati Rayudu) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার চ্যাম্পিয়ন হয়ে প্রথম নজির স্থাপন করে। রোহিত শর্মার নেতৃত্বে দল এই কৃতিত্ব অর্জন করেছিল। তবে এই বছর মুম্বাই কর্মকর্তারা গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে আবার দলে ফিরিয়ে এনে তার কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয়। এর ফলে রোহিত শর্মা নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর অনেকেই মনে করছেন তার সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। সম্প্রতি বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্যেও ভারতীয় অধিনায়কের আইপিএলে দল পরিবর্তনের জল্পনা তৈরি করেছে।
উল্লেখ্য ২০২৫ আইপিএলে আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। এই নিলামের আগে দলগুলিকে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে। এছাড়া রোহিত শর্মা নিজেই মুম্বাই ছেড়ে বেরিয়ে আসতে পারেন বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। এবার এই বিষয়ে বলতে গিয়ে ভারতের অন্যতম তারকা ক্রিকেটার আম্বাতি রায়ডু স্টার স্পোর্টসের এক সাক্ষাৎকারে বলেন, "শেষ পর্যন্ত রোহিত শর্মাই ঠিক করবেন তিনি কোন দলে যেতে চান। প্রতিটি দলই তাকে অধিনায়ক হিসাবে পেতে পছন্দ করবে।তিনি এমন একটি ফ্র্যাঞ্চাইজিতে যাবেন যেখানে বর্তমানে মুম্বাইয়ের থেকে ভালো পরিবেশ পাবেন এবং সেখানে তার সাথে সকলে ভালো আচরণ করবে।"
এছাড়াও রোহিত শর্মা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যাবেন কিনা সেই বিষয়ে আম্বাতি রায়ডু বলেন, "আমি জানি না আরসিবি-র রোহিতকে প্রয়োজন আছে কি না। তবে মনে হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে সংবাদ মাধ্যমগুলি শিরোনাম করতে চাইছে (হাসি)।" উল্লেখ্য রোহিত শর্মা এখনও পর্যন্ত আইপিএলে ২৪৭ ম্যাচে মোট ৬৩২৬ রান করেছেন। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ১৫১ টি টি-টোয়েন্টি ম্যাচে তার ব্যাট থেকে ৩৯৭৪ রান এসেছে।