'খেলার মান কমছে', সিরাজের পর এবার আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বিরোধিতা মুকেশের
আইপিএলকে (IPL 2024) ঘিরে প্রতি বছর কোনো না কোনো বিতর্ক সামনে আসে। গত বছর থেকে চালু হওয়া এই টুর্নামেন্টে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বর্তমানে প্রায় প্রতিটি দল ব্যবহার করছে। তবে সম্প্রতি এই নিয়ম নিয়ে একাধিক ক্রিকেটার বিভিন্ন প্রশ্ন তুলছেন। এবার এই বিষয়ে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দুই ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল (Axar Patel) এবং মুকেশ কুমার (Mukesh Kumar) রীতিমতো সরব হলেন। সঙ্গে ডেভিড ওয়ার্নারের (David Warner) মন্তব্যও সামনে এল।
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অনুযায়ী আইপিএলে দলগুলি তাদের মূল একাদশের সঙ্গে আরও ৪ জন ক্রিকেটারের নাম বিকল্প তালিকায় রাখে এবং এই ৪ জন ক্রিকেটারদের মধ্যে প্রয়োজন অনুযায়ী যেকোনো একজন ক্রিকেটারকে মূল একাদশের কোনো একজন ক্রিকেটারের পরিবর্তে ম্যাচের যেকোনো সময় তারা ব্যবহার করতে পারে। এর ফলে এইরকম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অলরাউন্ডারের ভূমিকা কমে আসছে বলে ভারতীয় অধিনায় রোহিত শর্মা কিছুদিন আগেই সরব হয়েছিলেন। এরপর এই বিষয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার মহম্মদ সিরাজেরও মন্তব্য সামনে এসেছিল।
এবার দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অক্ষর প্যাটেল এই বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন, "যারাই এই নিয়ম তৈরি করছেন তারা ভাবছেন যে ব্যাটসম্যানদের সুবিধা অনুযায়ী সবকিছু চলবে। অবশ্যই এর জন্য বোলারদের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। আমার মতে কোনো ক্রিকেটারের দক্ষতা থাকলেও এই নিয়মের জন্য তিনি নিজেকে প্রকাশ করতে পারছেন না। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল আরও একজন অতিরিক্ত ব্যাটসম্যান পায় তাই তারা মনে করে যে তারা এই ব্যাটসম্যানকে ব্যাটিং অর্ডারের খারাপ সময় ব্যবহার করবে।"
তিনি আরও বলেন, "তাই প্রথমদিকে যারা ব্যাটিং করতে আসেন তারা বড়ো বড়ো চার-ছয় মারতে বেশি সময় নেন না। তারা জানেন যে সপ্তম এবং অষ্টম স্থানে আরও একজন ব্যাটসম্যান আছেন। তাই আমি এই নিয়মের বড়ো ভক্ত নই কারণ একজন অলরাউন্ডার হিসাবে আমি জানি যে দলগুলি হয় একজন সঠিক ব্যাটসম্যান বা একজন বোলারকেই বেছে নেবে কোনো অলরাউন্ডারকে নয়।"
দিল্লির অন্যতম তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এই বিষয়ে বলেন, "সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেট খেলাটি বিকশিত হচ্ছে, তাই না? আপনি বেঞ্চে ১৫-১৬ জন ক্রিকেটারকে পাচ্ছেন যারা প্রত্যেকেই আপনার জন্য সর্বোচ্চ পারফরম্যান্স করতে চান। ফলে ক্রিকেটে আগামী ১০ বছরে অনেক পরিবর্তন ঘটতে চলেছে। আমাদের মানিয়ে নিতে হবে।"
দিল্লি পেসার মুকেশ কুমারও বোলারদের জন্য ভাবনাচিন্তা করার আবেদন করেছেন। তিনি বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে ১২ জন ক্রিকেটার খেলেন না ফলে আইপিএলে এর প্রয়োজনীয়তা কোথায়? পরপর ৪ টি উইকেট পড়ে গেলেও পরবর্তী ব্যাটসম্যান ভয় পান না। তারা এসে বড়ো বড়ো চার-ছয় মেরে দলকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চেষ্টা করেন। হয় পিচের প্রকৃতির পরিবর্তন করুন না হলে ১২ জনকে খেলার অনুমতি দেওয়া উচিত নয়।"